সাবেক ক্রিকেটারদের পেনশন বৃদ্ধি করলো পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২০ মে ২০২২
সাবেক ক্রিকেটারদের পেনশন বৃদ্ধি করলো পিসিবি

জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য সুখবর দিলো রমিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেটপ বোর্ড (পিসিবি)। দলের সাবেক ক্রিকেটারদের পেনশনে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। প্রায় তিন বছর পর এ অর্থের পরিমাণ বাড়ালো তারা। 

ষাট বছর বা তার বেশি বয়সী টেস্ট ক্রিকেটাররা পিসিবি থেকে মাসিক পেনশন পেয়ে থাকেন। তবে চলতি বছরের জুলাই থেকে আগের অর্থের সাথে বৃদ্ধি করা অর্থ পাবেন সাবেক ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৯ মে) পিসিবি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, যেসব ক্রিকেটাররা ১০ বা তার কম টেস্ট খেলেছেন তারা প্রতি মাসে ১ লাখ ৪২ হাজার রুপি পেনশন পাবেন। যারা ১১ থেকে ২০টি টেস্ট খেলেছেন তারা পাবেন মাসিক ১ লাখ ৪৮ হাজার রুপি। এছাড়া ২১টি বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৫৪ হাজার রুপি পেনশন। 

সাবেক ক্রিকেটারদের পেনশন নীতিতে পিসিবি আরও একটি সংশোধনী এনেছে। আগে কোনো ক্রিকেটার দুর্ঘটনায় মারা গেলে উত্তরাধিকার ১২ মাসের পেনশনের অর্থ এককালীন পেতেন। তবে সেটি আর থাকছে না। তাদের পরিবারকে এখন থেকে মাসিক হারে অর্থ দেওয়া হবে এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য নয়। 

এদিকে, পিসিবি নিশ্চিত করেছে যে, পেনশনের অর্থের পরিমাণ প্রতিবছরই বৃদ্ধি পাবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় অনেক সাবেক ক্রিকেটার আর্থিক কষ্টে ছিলেন। এমতাবস্থায় পিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটাররা।  

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, “একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার উপর সবার প্রত্যাশা ছিল, আমি সাবেকদের দেখভাল করবো। আমি সর্বদাই সাবেক ও বর্তমান ক্রিকেটাদের স্বার্থের বিষয়ে নজর দেব এবং তাদের আর্থিক সংকটেও পাশে থাকবো।”

একই সাথে সদ্য পরিবর্তীত নীতি পাকিস্তানের ক্রিকেটার ও তাদের পরিবারকে স্বস্তি দিবে বলে মনে করছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

নিয়ম ভেঙে পিসিবির সতর্কবার্তা শুনলেন বাবর আজম

নিয়ম ভেঙে পিসিবির সতর্কবার্তা শুনলেন বাবর আজম

‘পাকিস্তান ক্রিকেটে রমিজ রাজার কোনো ভবিষ্যৎ নেই’

‘পাকিস্তান ক্রিকেটে রমিজ রাজার কোনো ভবিষ্যৎ নেই’

যুবাদের ফ্রাঞ্চাইজি লিগে দল কিনতে আগ্রহী শহীদ আফ্রিদি

যুবাদের ফ্রাঞ্চাইজি লিগে দল কিনতে আগ্রহী শহীদ আফ্রিদি

পিসিবির ভাবনায় লাল ও সাদা বলে ভিন্ন চুক্তি

পিসিবির ভাবনায় লাল ও সাদা বলে ভিন্ন চুক্তি