পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিয়ম ভেঙে ছোট ভাইকে নেটে নিয়ে এসেছিলেন বাবর আজম। এই কারণে তাকে সতর্ক করেছে পাকিস্তান অধিনায়ককে সতর্ক করেছে পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির এক কর্মকর্তা।
পিসিবির অধীনে জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটার এবং জুনিয়র ক্রিকেটাররা লাহোরের হাই পারফর্মেন্স ট্রেনিং সেন্টারের (এইচপিসি) অনুশীলন সুবিধা পান। বাইরের অন্যান্য ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ নেই সেখানে। তবে সেই নিয়ম ভেঙে ছোট ভাই সাফির আজমকে নিয়ে এসেছিলেন বাবর।
শুধু কি তাই, হাইপারফর্মেন্স সেন্টারের নেটে ব্যাটিংও অনুশীলন করেছেন শাফির। সেখানে তাকে বল করছিলেন পাকিস্তান জাতীয় দলের পেসার শাহনেওয়াজ দাহানি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার স্বীকার হন বাবর আজম। এরপরেই তাকে সতর্ক করেছে পিসিবি।
পিসিবি জানিয়েছে, হাইপারফর্মেন্স সেন্টারে শুধুমাত্র জাতীয় দলে খেলোয়াড়, প্রথম শ্রেণির ক্রিকেটার এবং জুনিয়র দলের ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পান। অন্য ক্রিকেটারদের অনুশীলন করতে হলে, এইচপিসির অনুমতির প্রয়োজন আছে। বাবর আজমের ভাইয়ের অনুশীলনের ক্ষেত্রে সেই অনুমতি নেওয়া হয়নি। এই কারণে জাতীয় দলের অধিনায়ককে সতর্ক করেছে পিসিবি।
বাবরের শাস্তির বিষয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, “তিন-চার দিন বিরতি দিয়ে বাবর অনুশীলনে এসেছিলেন। আর কিছুদিনের মধ্যেই এখানে পাকিস্তান দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। এ জন্যই বাবর এখানে অনুশীলন করছেন। শেষদিনের অনুশীলনের সময় তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে আসে এবং নেটে অনুশীলন করে। বিষয়টি পিসিবির চোখে পড়া মাত্রই সতর্ক করা হয়েছে।”
আসন্ন আন্তর্জাতিক মৌসুমকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে পিসিবি। পুরো মৌসুমে নজরে থাকা ৬০ জন ক্রিকেটারকে এই ক্যাম্পে ডেকেছে পাকিস্তান। আর এই উপলক্ষ্যেই লাহোরে অনুশীলন করছেন বাবর আজম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর