ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফ ম্যাচে শতভাগ দর্শক ফেরাচ্ছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ম্যাচেও শতভাগ দর্শক ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
আইপিএলের ১৫তম আসর শেষেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারত। এই সিরিজ থেকেই ঘরের মাঠে শতভাগ দর্শক ফেরাবে বিসিসিআই। এমনটাই জানিয়ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
তারা জানিয়েছে, “করোনাভাইরাস মহামারির প্রভাব কমায় মাঠে শতভাগ দর্শক রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
চলতি বছরের জুনে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাস মহামারির প্রভাব কমায় পাঁচ টি-টোয়েন্টি পাঁচ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আইপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে ঘরের মাঠে আতিথ্য দিয়েছিল ভারত। এই দুই সিরিজে একটি করে ভেন্যুতে সবগুলো সিরিজ আয়োজন করেছিল ভারতীয় বোর্ড।
ভারতের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সারির দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর