শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ১৯ মে ২০২২
শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম, ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্টে রোমাঞ্চ ছাড়ানো পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। হাতে চোট পাওয়ায় টাইগার পেসার শরিফুল ইসলাম সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। চলমান সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে তাকে আর দলে পাচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, হাতের চোটের কারণে ২৩ মে (সোমবার) থেকে ঢাকায় শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম।

চট্টগ্রামে চলমান টেস্ট ম্যাচের চতুর্থ দিনে (বুধবার) ব্যাট করার সময় ডান হাতে আঘাত পেয়েছেন শরিফুল। পরে এক্স-রে করালে শরিফুলের হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। যার ফলে শরিফুলকে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠ থেকে দূরে থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, “শরিফুল ইসলামের ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট লেগেছিল। চতুর্থ দিন শেষে এক্স-রে করা হলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ ধরনের আঘাতগুলো নিরাময় হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। এরপরও কয়েক সপ্তাহের পুনর্বাসনে থাকতে হয়। শরিফুল চার থেকে পাঁচ সপ্তাহ খেলতে পারবেন না।”

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী স্পোর্টসমেইল২৪-কেও একই তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‍“ শরিফুল ইসলামের হাতে একটি ফ্র্যাকচার রয়েছে। তাকে এখন কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২০ ওভার বল হরে ৫৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন শরিফুল ইসলাম। এর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করার সময় হাতে আঘাত পান তিনি। আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ১১ বলে ৩ রান করেছিলেন শরিফুল। এরপর আর মাঠে ফিরতে না পারায় লঙ্কানদের বিপক্ষে বোলিংয়ে নেই তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

অক্ষত দুই রেকর্ডে মুশফিক, ছিল ভাগ্যের ছোঁয়া

অক্ষত দুই রেকর্ডে মুশফিক, ছিল ভাগ্যের ছোঁয়া

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়