পাকিস্তানের বর্তমান তারকাদের মধ্যে শাহীন আফ্রিদিকে ধরা হয় লম্বা রেসের ঘোড়া। তিন ফরম্যাটেই নিজেকে জানান দিচ্ছেন দীর্ঘদেহী এই ফাস্ট বোলার। অনেকেই শাহীনের মাঝে পাকিস্তানের ভবিষ্যৎ নেতৃত্বের ছায়া দেখতে পান। এবার একই কথা বললেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যারেন গফ।
বর্তমানে কাউন্টি দল ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন গফ। এখন লাহোর কালান্দার্সের প্লেয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (পিডিপি) জন্য পাকিস্তানে রয়েছেন তিনি। সেখানেই নানা বিষয়ে আলোচনা করার ফাকে শাহীনকে নিয়েও কথা বলেছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল ইয়র্কশায়ার। তার অংশ হিসেবে পাকিস্তানে পা রাখা গফের। দুই দেশের বোর্ডের মধ্যে চুক্তি নিয়ে উচ্ছ্বাসিত সাবেক এই ক্রিকেটার।
গফ বলেন, ‘কয়েক মাস আগে লাহোর কালান্দার্সের সাথে অংশীদারিত্বে স্বাক্ষর করার সাথে সাথেই আমি খুশি হয়েছিলাম। আমি সবসময়ই বলেছি, পাকিস্তানে ফিরে আসার জন্য আমার আর তর সইছে না। এখানে আমার কোচিং ক্যারিয়ারের দুর্দান্ত কিছু স্মৃতি আছে।’
‘আমি লাহোরে একটা অভিজ্ঞতা দেখার সুযোগ পেয়েছি যে কীভাবে তারা প্রোগ্রাম থেকে প্রতিভা উঠিয়ে আনে। এখান থেকে বাছাই করা ছেলেগুলো পিএসএলে খেলার সুযোগ পাবে। আমরা ইয়র্কশায়ারে এটাই করতে চাই।’ - গফ আরও যোগ করেন।
শাহীনকে নিয়ে তিনি বলেন, ‘শাহীন একজন দুর্দান্ত প্রতিভা। তিনি সাফল্যের জন্য ক্ষুধার্ত ও খুব উদ্যমী। তিনি কালান্দার্সের অধিনায়ক হওয়াটা উপভোগ করেছেন। সে খুব ভাল নেতৃত্ব দিয়েছে। সে অবশ্যই পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক।’
পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকেও প্রশংসায় ভাসালেন ৫১ বছর বয়সী গফ। তিনি বলেন, ‘বাবর আজম একজন দুর্দান্ত প্রতিভা। তিনি যেভাবে সব ফরম্যাটে রান করছেন তা দুর্দান্ত। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, জো রুট ও বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি