চট্টগ্রাম টেস্টের একাদশেই ছিলেন না কাসুন রাজিথা। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত না পেলে তার খেলার সুযোগই ছিল না। সেই কাসুন রাজিথাই কি-না চট্টগ্রামের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে এনে দিলেন ব্রেক থ্রু। মধ্যাহ্ন বিরতির পরের দুই বলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেছেন লিটন দাস এবং তামিম ইকবাল। তাদেরকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কাসুন রাজিথা।
বুধবার (১৮ মে) চতুর্থ দিনের প্রথম সেশনে শুরু থেকেই দেখেশুনে খেলা শুরু করেছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। আগের দিনের ৫৪ রান নিয়ে শুরু করা লিটন এদিন থামেন ৮৮ রানে। চতুর্থ দিনে নিজের নামের পাশে যেই ৩৪ রান করেছেন, পুরোটাই এসেছে প্রথম সেশনে।
দ্বিতীয় সেশনের প্রথম বলেই লিটন দাসকে উইকেটের পিছনে দিতে বাধ্য করেন কাসুন রাজিথা। তাতেই ভাঙে লিটন-মুশফিকের ১৬৫ রানের জুটি। এটা ছিল এই দু’জনের তৃতীয় শতরানের জুটি।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পায়ের পেশিতে টান পড়ায় চা বিরতির পর আর মাঠে নামেননি তামিম ইকবাল। দুই অপরাজিত ব্যাটার মুশফিক এবং লিটনের কারণে চতুর্থ দিনের শুরুতেও তার মাঠে নামা হয়নি।
লিটনের বিদায়ের পর ২১৭ বলে ১৩৩ রান নিয়ে আবারও মাঠে ফিরে আসেন তামিম। কিন্তু লিটনের বিদায়ের পরেই বলেই তিনিও ফিরেছেন সাজঘরে। কাসুন রাজিথার করা ইনসুইঙ্গারে পরাস্ত হন তিনি। ফলাফল, বল মিডল স্ট্যাম্পে আঘাত করে।
পর পর দুই বলে দুই ব্যাটার প্যাভিলিয়নে ফেরায় দ্বিতীয় সেশনের শুরুতে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। ইনিংসের ১৩৮তম ওভারের শেষ বলে উইকেটে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব আল হাসানও। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদশের সংগ্রহ ১৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৫ রান। ২২৯ বলে ৮৬ করেছেন মুশফিক। অপরপ্রান্তে সাকিবের সংগ্রহ ২১ বলে ৮ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর