ক্রিকেট থেকে ৯ মাসের নিষেধাজ্ঞায় জুবায়ের হামজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৮ মে ২০২২
ক্রিকেট থেকে ৯ মাসের নিষেধাজ্ঞায় জুবায়ের হামজা

ক্রিকেটে মাদক নিয়ে খেলতে নামার নজির নতুন কিছু নয়। তার জন্য বেশ বড় রকমের শাস্তিও বরাদ্ধ করে রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার তারই ফাঁদে ধরা পড়লেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জুবায়ের হামজা। ৯ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

বুধবার (১৮ মে) এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নিষিদ্ধ মাদক নেওয়ার অপরাধে আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের আওতায় ৯ মাসের জন্য ক্রিকেট সম্পর্কিত সমস্ত কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে হামজাকে। এই সময়ে কোনো ধরণের ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

চলতি বছরের ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পার্লে অ্যান্টি ডোপিং ইউনিটের কাছে পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন হামজা। সেই স্যাম্পল পরীক্ষা করার পর তার মধ্যে নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়া গেছে। যেটা আইসিসির অ্যান্টি ডোপিং তালিকার পাঁচ নাম্বার ধারার সঙ্গে মিলে যায়।

আইসিসির কাছে পরীক্ষার পর হামজা নিজেও তার অপরাধ স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন এটা তার ইচ্ছাকৃত ছিল না। যে কারণে তাকে মাত্র ৯ মাসের শাস্তি দেয়া হয়েছে। এই শাস্তি শুরু হবে চলতি বছরের ২২ মার্চ থেকে। কেননা, ওইদিনই প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

শুধু ৯ মাসের নিষেধাজ্ঞা নয়, ১৭ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত জুবায়ের হামজার সব ধরনের ব্যক্তিগত পারফরম্যান্সকেও ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষে চলতি বছরেই আবার ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। ২২ ডিসেম্বর শেষ হবে তার শাস্তির মেয়াদ।

মাদক গ্রহণ ও শাস্তির প্রসঙ্গে আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘আইসিসি ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ডোপিংয়ের ক্ষেত্রে জিরো-টলারেন্স পদ্ধতি রয়েছে। এটি সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত।’

দক্ষিন আফ্রিকার হয়ে অভিষেকের পর থেকে ৬টি টেস্ট ও ১টি ওয়ানডে খেলেছেন হামজা। ৬ টেস্টের ১২ ইনিংসে করেছেন ২১২ রান। কোনো সেঞ্চুরি নেই, ফিফটি ১টি। সর্বোচ্চ রানের ইনিংস ৬২। একমাত্র ওয়ানডেতে নেমে খেলছেন ৫৬ রানের এক ইনিংস।।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসের কোচ হলেন টাইগারদের সাবেক গুরু রায়ান কুক

নেদারল্যান্ডসের কোচ হলেন টাইগারদের সাবেক গুরু রায়ান কুক

স্মিথের পর বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন বাউচার

স্মিথের পর বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন বাউচার

আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার কেশব মহারাজ

আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার কেশব মহারাজ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ