বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। দীর্ঘ দিন পর আবার জাতীয় দলের ফেরার আভাস পেলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের বন্যা বইয়ে দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরছেন বিজয়।
মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চত করেছেন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্টে না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বিজয়কে রাখা হয়েছে বলে জানান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, “বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে থাকবে। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয়, তারা বিবেচনা করছে। নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি এবং ওডিআই দলে থাকছে।”
তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান
লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন বিজয়। গত মাসে শেষ হওয়া ডিপিএলের ১৫ ম্যাচে ৮১.২৫ গড়ে বিজয়ের ব্যাটে রান এসেছে ১১৩৮। যা লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর প্রিমিয়ার লিগে প্রথম ব্যাটার হিসেবে হাজার রানের রেকর্ড।
বাংলাদেশ তো বটেই; লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এক আসরে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড, যা এখন এনামুল হক বিজয়ের দখলে। এ কীর্তি গড়ার পথে অস্ট্রেলিয়ার টম মুডিকে ছাড়িয়ে গেছেন এ টাইগার ওপেনার। ১৯৯১ সালে ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে ১৫ ম্যাচে ৯১৭ রান করেছিলেন মুডি।
বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি
২০১২ সালের নভেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল এনামুল হক বিজয়ের। আর আন্তর্জাতিক মঞ্চে দেশের জার্সি গাগে বিজয় সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শেষ ওয়ানডেতে ২৪ বলে করেছিলেন ১৪ রান।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এনামুল হক বিজয়। যার মধ্যে ব্যাট হাতে টেস্টে ৭৩, ওয়ানডে ক্রিকেটে ১০৫২ এবং টি-টোয়েন্টি ৩৫৫ রান করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস