অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (৪৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) দিনগত রাতে কুইন্সল্যান্ডের হার্ভেতে একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে।
টাউন্সভিলের রাস্তায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। বিষয়টি নিয়ে কুইন্সল্যান্ড পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে, যা টাউন্সভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জে ঘটেছে।
কুইন্সল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অ্যালিস নদীর ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে সাইমন্ডসের গাড়িটি চলছিল। রাত ১১টার দিকে গাড়িটি সড়ক থেকে ছিটকে যায়। জরুরি দায়িত্বে থাকা কর্তৃপক্ষ তাকে বাঁচানোর চেষ্টা করলেও জখম বেশি হওয়ায় তা আর সম্ভব হয়নি।”
সাইমন্ডসের সঙ্গে গাড়িতে তার স্ত্রী লরা এবং দুই সন্তানও ছিলেন, তারা বেঁচে আছেন। থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে শেন ওয়ার্নের মৃত্যুর দুই মাসও না পেরুতেই অস্ট্রেলিয়ান আরেক ক্রিকেটার মারা গেলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান লাখলান হেন্ডারসন বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেরাদের একজন (সাইমন্ডস) মারা গেছেন। তিনি ছিলেন প্রজন্মের সেরাদের একজন। কুইন্সল্যান্ডের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসের অংশ। অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডার দেশটির হয়ে ২৬ট টেস্ট ম্যাচ, ১৯৮টি ওয়ানডে ম্যাচ ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। শক্তিশালী ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং এবং দারুণ ফিল্ডিংয়ের জন্য তিনি সুপরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি বিশ্বকাপ জিতেছেন অ্যান্ড্রু সাইমন্ডস।
এছাড়া ২০০৮ সালে সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে তার দুর্দান্ত ১৬২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১২২ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/আরএস