যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগের একটি দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ওই সময়টাতে বাংলাদেশের ঘরোয়া মৌসুমে বিরতি থাকায় রাজিও হয়েছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটার। যদিও এখনো চুক্তি করা বাকি রয়েছে। বিষয়টি আফতাব আহমেদ নিজেই নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যমকে আফতাব আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তাকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাজ করতে হবে, যে সময় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা থাকে না।
তিনি বলেন, ওরা (যুক্তরাষ্ট্র) একটা প্রস্তাব দিয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের সময়ে আমাদের দেশে খেলা তেমন হয় না, বৃষ্টির মৌসুম। লিগও শেষ হয়ে যায়। আবার প্রথম শ্রেণির মৌসুম শুরু হয় অক্টোবর থেকে। এ চার মাস আমার জন্য দেশের বাইরে কাজ করার খুব সুন্দর সময়। যদি সুযোগটা হয়, আমার জন্য ভালো হবে।
কোচ হওয়ার প্রস্তাব পেলেও কোন দলের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে -সেটি নিশ্চিত করেননি আফতাব আহমেদ। এছাড়া এখনো চুক্তি সম্পন্ন না হওয়ায় দলের নামটিও জানাননি তিনি।
আফতাব বলেন, যুক্তরাষ্ট্রে বাঙালি মালিকানাধীন একটা দল রয়েছে। তবে দলের নামটা বলতে চাচ্ছি না। কারণ, এখনো কাগজে-কলমে চুক্তি হয়নি।
তবে দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানো যাবে বলে আশা করছেন ৩৬ বছর বয়সী আফতাব। বলেন, কিছুটা নিশ্চিত যে, আমি যাব। তবে সবকিছু জানার পর নিশ্চিত করবো। আমার অভিজ্ঞতা বাড়বে, আমার জন্য ভালো হবে, কারণ আমি সেই অভিজ্ঞতা দেশে ব্যবহার করতে পারবো।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফতাবের দল লিজেন্ডস অব রূপগঞ্জ রানার্সআপ হয়েছে। এছাড়া এর আগে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেও কোচের ভূমিকায় ছিলেন আফতাব আহমেদ।
জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট, ৮৫ টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফতাব আহমেদ। সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেশের জার্সি গায়ে মাে ঠ নেমেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস