নিউজিল্যান্ডে নারীদের ওয়ানডে বিশ্বকাপে মা বিসমাহ মারুফকে পাশ কাটিয়ে তারকা বনে গিয়েছিলেন ফাতিমা। মেয়েকে নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে এসেছিলেন বিসমাহ মারুফ। এমনকি মেয়েকে টিম হোটেলেও ছিলেন তিনি। কিন্তু কমনওয়েলথ গেমসে সেই সুযোগ পাচ্ছেন না বিসমাহ মারুফ।
চলতি বছরের ২৮ জুলাই থেকে বার্মিংহামে শুরু হবে ২২তম কমনওয়েলথ গেমস। এই আসরে ক্রিকেট ডিসিপ্লিনে খেলবে পাকিস্তান দল। আর কমনওয়েলথ গেমসেও মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন বিসমাহ মারুফ। তবে ছোট্ট ফাতিমাকে অ্যাক্রিডেশন কার্ড দিতে রাজি নন আয়োজকরা।
এই ঘটনায় বিসমাহ মারুফ অংশ নিবেন কি-না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা কাটিয়ে বিসমাহ জানিয়েছেন, তিনি খেলবেন। তবে গেমস চলাকালীন দলের সাথে কমনওয়েলথ ভিলেজে থাকবেন না।
গেমস ভিলেজের বাইরে একটি হোটেলে মা এবং কন্যাকে নিয়ে উঠবেন বিসমাহ। সর্বশেষ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও বিসমাহর সঙ্গী হয়েছিলেন তার মা।
কমনওয়েলথ গেমসের ভিলেজে বিসমাহ মারুফ এবং তার কন্যা সন্তানকে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই জন্য বিসমাহর কন্যা ফাতিমা এবং তার মার জন্য অতিরিক্ত দুইটি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন করেছিল পিসিবি। তবে কমনওয়েলথ গেমসের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২২ জনের দল থেকে দুইজন কমিয়ে দিলে তবে মিলবে অ্যাক্রিডেশন কার্ড পাওয়ার সুযোগ। তবে সেই পথে হাঁটেনি পিসিবি।
কমনওয়েলথে আয়োজক কর্তৃপক্ষ শেষ পর্যন্ত রাজি না হওয়ায় বিসমাহ মারুফ এবং তার কন্যাকে বাইরে হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর