অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১১ মে ২০২২
অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ

সাকিব আল হাসান; দেশসেরা অলরাউন্ডারকে টেস্ট সিরিজে পাওয়াই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কখনো নিজ প্রয়োজনে ছুটি কিংবা পারিবারিক সমস্যায় দলে পায়নি বাংলাদেশ। সর্বশেষ ইচ্ছা থাকা সত্ত্বেও সাকিবের খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। দলের সেরা ক্রিকেটারকে না পেয়ে তাই বোর্ড সভাপতির কণ্ঠে ঝরলো আক্ষেপ। বললেন, এটা আমাদের দুর্ভাগ্য, তাকে যখন খুব দরকার হয়, তখন পাই না।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। দলের ক্রিকেটাররা যখন প্রস্তুতি নিয়ে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে, তখনই বড় ধাক্কা খেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান।

সিরিজে বায়ো-বাবল সুরক্ষা না থাকলেও নিয়ম অনুযায়ী সাকিব আল হাসানকে এখন পাঁচদিনের আইসোলেশনে থাকতে হবে। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব। ১৫ মে থেকে শুরু হওয়া প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এর আগে সফরে গিয়েও পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব।

সাকিবের বেস্ট খেলোয়াড় হয়ে লাভ কী, না খেললে: বিসিবি সভাপতি

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবকে ছাড়া টিম কম্বিনেশন তৈরি করা সব সময়ই কঠিন। কারণ সাকিব টু ইন ওয়ান খেলোয়াড়। তিনি বলেন, ‘সে (সাকিব) দলে না থাকলে আমাদের একজন অতিরিক্ত ব্যাটার এবং একজন অতিরিক্ত বোলার দরকার পড়ে। এ জন্য আমাদের দলের কম্বিনেশনে সমস্যা হয়।’

সিরিজের আগ মুহূর্তে সাকিব আল হাসানকে না পাওয়ার বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের যখন তাকে খুব দরকার হয়, আমরা তখন তাকে পাই না। কিন্তু কখনো-কখনো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। সাকিবের বিষয়টা এমন যে, আমাদের কিছুই করার নেই। আমাদের প্রটোকল মানতে হবে। আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

সাকিবের শারীরিক অবস্থা নিয়ে পাপন বলেন, ‘আমি গতকাল (সোমবার) তার সাথে কথা বলেছি, সে বলেছে, এখন ভালো আছে। এ মুহূর্তে কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিনের মধ্যে আবার পরীক্ষা করবো। এটা আমাদের প্রোটোকল অনুসারে করা হবে। আমরা চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তার অনুপস্থিতি অবশ্যই দলের জন্য একটি বড় ধাক্কা।’

২০২১ সালে ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেন সাকিব। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখলেও পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন সাকিব। সাকিবকে ছাড়া খেলা ওই টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজ ইস্যুতে ‘জল ঢেলে’ দিলেন নাজমুল হাসান পাপন

মোস্তাফিজ ইস্যুতে ‘জল ঢেলে’ দিলেন নাজমুল হাসান পাপন

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

সাকিব ত্যাগ স্বীকার করছে, কোন সন্দেহ নেই: নাজমুল হাসান

সাকিব ত্যাগ স্বীকার করছে, কোন সন্দেহ নেই: নাজমুল হাসান

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’