কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা জানিয়েছিলেন যুবাদের জন্য ফ্রাঞ্চাইজি লিগ চালু করবেন। এই নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনায় করেছেন। এখনও আসেনি কোনো সিদ্ধান্ত। এরই মধ্যই যুবাদের ফ্রাঞ্চাইজি লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
চলতি বছরের ১ অক্টোবর থেকে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) নামে যুব ফ্রাঞ্চাইজি লিগ চালুর ঘোষনা দিয়েছিলেন রমিজ রাজা। জানিয়েছিলেন, শহরভিত্তিক ছয় দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
১৫ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৫ অক্টোবর। আর পুরো টুর্নামেন্টে আয়োজিত হবে মোট ১৯ ম্যাচ।
পিজেএলে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট থেকে কেনা হবে বলেও জানানো হয়েছিল। এছাড়াও প্রত্যেক দলে একজন করে তারকা ক্রিকেটার রাখারও পরিকল্পনা করা হয়েছে। যারা কি-না দলগুলোর পরামর্শক অথবা কোচ হিসেবে কাজ করবেন।
রমিজ রাজার এই পরিকল্পনার পর টুর্নামেন্টটিতে একটি দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, “অনূর্ধ্ব ১৯ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দল কেনার পরিকল্পনা আছে আমার। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের অর্থনৈতিক এবং শেখার সুবিধা দিবে। যা তাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে।”
তবে যুবাদের এই ফ্রাঞ্চাইজি লিগে একাই দল কিনবেন না আফ্রিদি। কনসোর্টিয়াম গঠন করে দল কেনার পরিকল্পনা করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
তিনি বলেন, “আমি এই বিষয় দুই বন্ধুর সাথে কথা বলেছি। কারণ আমি জানি না, এটি কিনতে কি রকম খরচ হবে। কিন্তু আমি তরুণ ক্রিকেটারদে সাথে আমি আমার অভিজ্ঞতা বিনিময় করতে চায়। তারা আমার উত্থান-পতনের গল্পগুলো জেনে উপকৃত হবে বলে বিশ্বাস করি।”
যুব ফ্রাঞ্চাইজি লিগে দল কিনতে চাওয়ার খবর নতুন হলেও এর আগে নিজস্ব একটি টুর্নামেন্ট চালু করার ঘোষণা দিয়েছে শহীদ আফ্রিদি। তারকা ক্রিকেটারদের নিয়ে মেগা স্টারস লিগ (এমএসএল) নামে একটি টুর্নামেন্ট চালুর ঘোষনা দিয়েছেন। এই টুর্নামেন্টে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারা খেলবেন বলেও জানিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর