ভেট্টোরির চোখে বাবর আজমই বর্তমান বিশ্বের সেরা ব্যাটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ০৯ মে ২০২২
ভেট্টোরির চোখে বাবর আজমই বর্তমান বিশ্বের সেরা ব্যাটার

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্তমান সময়ের সেরা ব্যাটারের তালিকা করতে গেলে উপরের দিকেই থাকবে এই ডানহাতির নাম। ইতোমধ্যেই বাবরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছেন অনেক কিংবদন্তিই। এবার তাদের সঙ্গে সুর মেলালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। তার মতে, বর্তমান সময়ে বাবরই বিশ্বের সেরা ব্যাটার।

ভারতের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো-এর ইনস্টাগ্রামে একটি প্রশ্ন ও উত্তর সেশনে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন ভেট্টোরি। সেখানেই ভক্তদের প্রশ্নের জবাবের সময় বাবর আজমকে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার হিসাবে অভিহিত করেছেন তিনি।

কিংবদন্তি কিউই স্পিনারের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সই বাবর আজমকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা ব্যাটার করে তুলেছে। তাছাড়া বর্তমানে রানের মধ্যেই রয়েছেন বাবর। এটাও তাকে সেরাদের সেরা করে তুলেছে।

ভেট্টোরি বলেন, ‘খেলার বিভিন্ন ফরম্যাট বিবেচনায় সামগ্রিকভাবে বলা কঠিন। তবে এই মুহূর্তে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বিবেচনা করলে বাবর আজমই ফর্মে থাকা বিশ্বের সবচেয়ে সেরা ব্যাটার।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে ম্যাচ বাঁচানো দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বাবর আজম। তার ১৯৬ রানের ইনিংসে ভর করে ম্যাচ হারের মুখ থেকে ফিরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করে পাকিস্তান। শেষ টেস্টেও দুটি অর্ধশতক করেন পাকিস্তান অধিনায়ক।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় এক নাম্বারে অবস্থান করেছেন বাবর। নিজের খেলা শেষ দুটি ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন তিনি। যার ফলে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। একটি মাত্র টি-টোয়েন্টিতেও অর্ধশতক করেন এই তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

লড়াইয়ের নাম ‘শাহীন বনাম লাবুশেন’

লড়াইয়ের নাম ‘শাহীন বনাম লাবুশেন’

বায়ো-বাবল অধ্যায়ের সমাপ্তি টানছে পিসিবি

বায়ো-বাবল অধ্যায়ের সমাপ্তি টানছে পিসিবি

কোহলি নয়, বাবরকে এগিয়ে রাখলেন আকিব জাভেদ

কোহলি নয়, বাবরকে এগিয়ে রাখলেন আকিব জাভেদ

কানেরিয়ার অভিযোগে কড়া জবাব আফ্রিদির

কানেরিয়ার অভিযোগে কড়া জবাব আফ্রিদির