নোভেল করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে নিরাপত্তার স্বার্থে চালু হয়েছিল বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়। এতোদিন ধরে এটা চলে আসছিল। ধীরে ধীরে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার বায়ো-বাবলের সমাপ্তি টানতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মে মাসে পাকিস্তান সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আবারও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে খেলোয়াড়রা। এই সিরিজের ম্যাচগুলোতে থাকছে না বায়ো-বাবল। তার আগে অবশ্য করাচিতে জাতীয় মহিলা দলের ক্যাম্পও বায়ো-বাবল ছাড়া হবে।
পিসিবির মিডিয়া ম্যানেজার সামি-উল-হাসান বার্নি পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় গণমাধ্য্যমকে নিশ্চিত করেছেন যে, করোনা ভাইরাসের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরুষ দলের সিরিজেও বায়ো-বাবল থাকছে না জানিয়ে তিনি বলেন, ‘পিসিবি বিশ্বের প্রথম ক্রিকেট সংস্থা যারা এই বিধি-নিষেধ প্রত্যাহার করেছে। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছেলেদের আসন্ন হোম সিরিজেও যদি পরিস্থিতি এমন থাকে, তবে জৈব-সুরক্ষিত পরিবেশ ছাড়াই খেলা হবে।’
‘তবে, খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাঝে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে। ভক্তদের থেকে সামাজিক দূরত্বসহ প্রধান নিরাপত্তা নিয়মগুলো অনুসরণ করার নির্দেশ দেওয়া হবে। এটা বাড়তি সতর্কতা।’ - তিনি যোগ করেন।
এর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বায়ো-বাবল ছাড়া খেলা হয়েছিল। যা বেশ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল। মুলতানে পাকিস্তান কাপের ফাইনালে পিসিবি পরীক্ষামূলকভাবে বায়ো-বাবল তুলে নিয়েছিল। তাতে কোনো আক্রান্তের খবর শোনা যায়নি।
চলতি মে মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২৪ মে করাচিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে ৫ জুন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলে সফরের সমাপ্তি টানবে লঙ্কান মেয়েরা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি