বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগে দারুণ খেলা এনামুল হক বিজয়। এছাড়াও আছেন পেসার আবু জায়েদ রাহি।
দক্ষিণ আফ্রিকা সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডাক পাননি পেসার আবু জায়েদ রাহি। দল না পাওয়ায় সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন। তাকেও দলে রেখেছে বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। আবু জায়েদ রাহি ছাড়াও টেস্ট দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম এবং সাইফ হাসানও আছেন এই দলে।
টেস্ট স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে প্রস্তুতি ম্যাচের একাদশে রেখেছে নির্বাচকরা। এছাড়াও দলে আছেন শাহাদাত হোসেন দিপু, জাকির হাসানদের মতো তরুণ ক্রিকেটাররাও।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বোলিং আক্রমণে থাকবেন মোহাম্মদ এনামুল হক, রিপন মন্ডল, মুশফিক হাসান এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
বুধবার (১০ মে) থেকে শুরু হবে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের ভেন্যু বিকেএসপি।
বিসিবি একাদশ দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান, আবু জায়েদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর