আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের দক্ষতা দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। স্বাভাবিকভাবেই কে সেরা ব্যাটার সেই প্রশ্ন উঠছে। এবার নিজের ভোট বাবর আজমের পক্ষে দিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার আকিব জাভেদ।
২০১৯ সালের শেষ থেকে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুধু কি তাই, সাম্প্রতিক সময়ে এর সাথে যুক্ত হয়েছে তার অফ ফর্ম। ব্যাট হাতে চলছে রানখরা। তবে তার এই রানখরার সময়ে ঠিকই ব্যাট হাতে রানের ফোয়ারা ফুটিয়ে চলেছেন পাকিস্তানের বাবর আজম।
কোহলি সেঞ্চুরিখরার সময়ে বাবর আজম ব্যাট হাতে তিন সংস্করণে ১১ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাই তো আকিব জাভেদের মতে, ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করে আসছেন কোহলি। তাই তো এই মুহূর্তে বাবরকেই এগিয়ে রাখছেন তিনি।
আকিব জাভেদ বলেন, “ আমার মনে হয়, বাবর এখন এগিয়ে (কোহলির চেয়ে) আছে। সে (কোহলি) চূড়ায় ছিল। এখন সে নিচে নেমে যাচ্ছে। আর বারব এখন উপর উঠছে।”
আকিবের আলোচনা শুধু বাবর-কোহলিতে নয় সীমাবদ্ধ ছিল না। দুই দলের সেরা দুই পেসার জাসপ্রতি বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যেও তুলনা করেছেন। স্বাভাবিকভাবেই এখানেই নিজ দেশের পক্ষেই ভোট দিয়েছেন আকিব জাভেদ।
বুমরাহকে পিছিয়ে রাখার কারণ হিসেবে আকিব জাভেদ বলেন, “আমি মনে করি, এখন বুমরাহের চেয়ে ভালো শাহিন। সমালোচকরা বলত যে, বুমরাহ টেস্ট, টি-টোয়েন্টিতে ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে, বুমরাহ থেকে সে আরও ভালো এবং বেশি সামর্থ্য রাখে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর