টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৭ মে ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন জম্বু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। তার গতিতে মুগ্ধ ভারতের সাবেক সব ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে উমরান মালিককে চান, ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং।

আইপিএলের ১৫তম আসরে ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে নিয়মিত বোলিং করেছেন উমরান মালিক। এমনকি আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গতির বোলিংও করেছেন তিনি।

গতিময় হলেও আইপিএলে বেশ খরুচে বোলিং করছেন উমরান মালিক। বেশিরভাগ কিংবদন্তি যখন উমরানকে গতির সাথে বৈচিত্র্য আনতে বলেছেন, সেখানে হরভজন এখনই তাকে দলে চান।

তিনি বলেন, “এবারের আসরে উমরান আমার প্রিয় বোলার। আমি ওকে ভারতীয় দলে চাই। (জাসপ্রিত) বুমরাহ’র সাথে জুটি বেধে বল করুক। বিশ্বে ১৫০ কিমি গতিতে বল করা সব বোলারই জাতীয় দলে খেলে। ওকে (উমরান) ডাকবে কি-না জানি না নির্বাচক হলে আমি ডাকতাম।”

আইপিএলের ১৪তম আসরের প্রথমবারের মতো লাইম লাইটে আসেন উমরান মালিক। নিজের প্রথম আসরেই গতির ঝড় তোলেন তিনি। সেবার খুব বেশি খুব ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার।

নিজের দ্বিতীয় আসরে নিয়মিতই খেলার সুযোগ মিলেছে উমরানের। আসরে এখন পর্যন্ত ১৫ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী এই পেসার। উইকেট শিকার করলেও তার ইকোনমি রেট প্রায় ১০ ছুঁই ছুঁই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলকে ছাড়িয়ে শীর্ষে ওয়ার্নার

গেইলকে ছাড়িয়ে শীর্ষে ওয়ার্নার

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে আগ্রহী আইপিএলের চার দল

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে আগ্রহী আইপিএলের চার দল

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের

আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের