অ্যাশেজ ব্যর্থতার দায়ে ছাটাই হয়েছেন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড। তার জায়গায় সাদা এবং লাল বলের জন্য আলাদা দুইজন কোচ নিয়োগের চেষ্টায় রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এবার শোনা যাচ্ছে সাদা বলের জন্য সাবেক কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে চাচ্ছে।
অ্যাশেজ ব্যর্থতার পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার পল কলিংউড। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ চূড়ান্ত করতে চায় ইসিবি।
এই কারণে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে। সাদা বলের কোচ হওয়ার জন্য প্রথমেই সাবেক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এবং অজি কিংবদন্তি রিকি পন্টিংকে প্রস্তাব দিয়েছিল ইসিবি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই দুইজন।
এরপরেই গুঞ্জন উঠেছে, সাদা বলের জন্য ব্রেন্ডন ম্যাককালামকে বিবেচনা করছে তারা। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের দায়িত্বও আছে তার কাঁধে।
এদিকে লাল বলের কোচের জন্য গ্যারি কারস্টেনকে পছন্দ করেছে ইসিবি। এছাড়াও তাদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন এবং সাবেক অজি ওপেনার সাইমন ক্যাটিচও।
শেষ পর্যন্ত কার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর