ইংল্যান্ডের টেস্ট ফরম্যাটের নেতৃত্ব পেয়েই দল নিয়ে চিন্তা শুরু করেছেন বেন স্টোকস। সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে দলকে নতুনভাবে সাজাতে চান তিনি। এ ক্ষেত্রে দলের জন্য যারা উজার করে দিবেন তাদের দিকেই দৃষ্টি দিচ্ছেন স্টোকস। জানিয়েছেন, দলে নিঃস্বার্থ ক্রিকেটাররা বেশি প্রাধান্য পাবে। দলের স্বার্থে যারা নিজেদের উজার করে দিবেন, তাদেরকেই দলে নেওয়া হবে।
ইংলিশদের টেস্ট ফরম্যাটের নিয়মিত অধিনায়ক জো রুট দায়িত্ব ছেড়ে দিলে বেন স্টোকসের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ জুন লর্ডসে টেস্ট নেতৃত্বের যাত্রা শুরু হবে বেন স্টোকসের। যদিও এর আগে ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
নেতৃত্ব পাওয়ার পর স্কাই স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘বিশেষ করে গত কয়েক বছর যেভাবে কেটেছে তাতে আমার জন্য এটি রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং। তবে আমার ভাবনা অতীতকে নিয়ে নয়। সামনে যা আসছে সে দিকে মনোযোগ দেওয়া। অবশ্যই সেটি এখন শুরু হবে এবং পরে ২ জুন থেকে লর্ডসে শুরু হবে।’
দল নিয়ে স্টোকস বলেন, ‘পরিবর্তনের মতো ব্যাপারগুলো চলবে এবং আলোচনা হবে, তবে এটি এখানে বলার মতো নয়। তবে আমার দিক দিয়ে, আমি নিঃস্বার্থ ক্রিকেটারদের দলে পেতে চাই, যারা নির্দিষ্ট দিনে ম্যাচ জেতার জন্য সব করতে পারে।’
বিষয়টি পরিষ্কার করে স্টোকস বলেন, ‘দিন শেষে ম্যাচ জয়ের ওপর ভিত্তি করেই সবকিছু মূল্যায়ন করা হয়। আমার কাছে সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। আমাদের জন্য সবচেয়ে ভালো হবে -এটার উপর নির্ভর করেই আমি সিদ্ধান্ত নেব। আমার সাথে আরও ১০ জনকে রাখতে চাই, যারা একই মানসিকতার।’
২ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে পাকাপাকি অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন স্টোকস। অবশ্য ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মিত অধিনায়ক জো রুট ছুটিতে থাকাকালীন এক টেস্টে দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডের সেরা দুই বোলার জেমস এন্ডারসন-স্টুয়ার্ট ব্রড। দু’জনে মিলে টেস্ট ক্রিকেটে ৩২১ ম্যাচে ১১৭৭ উইকেট শিকার করেছেন। ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নিয়ে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী এন্ডারসন। ১৫২ টেস্টে ৫৩৭ উইকেট ব্রডের। এন্ডারসন-ব্রডের মতো দুই অভিজ্ঞ পেসারকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্টোকস। তবে এ জন্য এন্ডারসন ও ব্রডকে অবশ্যই ফিট হতে হবে।
স্টোকস বলেন, ‘একটি টেস্ট ম্যাচ জেতার সেরা উপায় হলো, ১১ জন সেরা খেলোয়াড় বাছাই করা। যদি এন্ডারসন ও ব্রড ফিট থাকে, তাদের দলে নেওয়া হবে। কারণ, ইংল্যান্ডের সেরা দুই বোলার তারা। আমার মতে, এন্ডারসন ও ব্রডকে কখনও দলে বিবেচনা না করাটা হলো বোকামি। এটি খুবই সহজ বিষয়, তারা সেরা একাদশের অংশ।’
স্পোর্টসমেইল২৪/আরএস