বাংলাদেশ সফরে ব্যাটারদের দিকে তাকিয়ে লঙ্কান কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ০৬ মে ২০২২
বাংলাদেশ সফরে ব্যাটারদের দিকে তাকিয়ে লঙ্কান কোচ

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তারা। সিরিজে দলে বোলারদের পাশাপাশি ব্যাটারদের কাছ থেকে রান চান লঙ্কানদের নতুন কোচ ক্রিস সিলভারউড। তার মতে, ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে রান করতে হবে। শ্রীলঙ্কার ব্যাটারদের দিতেহবে রানের মনোযোগী।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমি শুধু পরিসংখ্যান নিয়ে কাজ করেছি, খুঁজেছি কোথায় উন্নতি করতে পারি। এর মধ্যে একটি হলো- রান করার ইচ্ছা। আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দিতে হবে এবং আউটের ভয় না পাওয়ার কথা বলতে হবে।’

লঙ্কার ব্যাটারদের ইতিবাচক ও সাহসী হিসেবে দেখতে চান সিলভারউড এবং তাদের রান করার বিষয়ে আগ্রহী হবে। তবে সাবধানী হওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

সিলভারউড বলেন, ‘এর মানে এটি নয়, আমাদের বেপরোয়া হতে হবে। আমি যা বলতে চাচ্ছি, আমাদের এর মধ্যেও স্মার্ট হতে হবে। কিন্তু আমি চাই তারা ইতিবাচক ও সাহসী হোক। আমরা যদি এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারি, তবে ডট বলের হার কমে আসবে এবং স্ট্রাইক-রেট বাড়বে, এটি একটি ভালো দিক হতে পারে।’

তিনি বলেন, ‘এসব কিছুই রান করার জন্য এবং আমরা ব্যাটিং লাইনআপে এটিই করতে চাই। আমি ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে চেষ্টা করবো, যাতে তারা সেখানে গিয়ে ইনিংস তৈরি করতে পারে এবং বড় রান করতে পারে। তবে সেটি, অবশ্যই প্রথম ইনিংসে এবং আমাদের বোলারদের জন্য কিছু করার সুযোগ দেওয়া। তবে এটি রকেট সাইন্স নয়।’

ব্যাটিং নিয়ে সিলভারউড বলেন, ‘আমরা ব্যাটিংয়ে আরও বেশি শৃঙ্খলা ও আরও ধৈর্য্য চাই। পাশাপাশি স্কোর করার আগ্রহও চাই।’

ব্যাটারদের পাশাপাশি বোলারদেরকেও বার্তা দিয়েছেন সিলভারউড। বোলারদের প্রথম ১২ বলের উপর ফোকাস করতে বলেছেন তিনি। তার মতে, প্রথম ১২ বলই ব্যাটারদের উপর প্রভাব ফেলবে।

সিলভারউড বলেন, ‘বিশেষভাবে আমি টেস্ট বোলারদের প্রথম ১২ বলে আগ্রাসী হওয়ার চ্যালেঞ্জ দেখছি। কারণ, আমরা সবাই জানি- প্রথম ১২ বলের মধ্যে বড় প্রভাব রাখা যায় এবং ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করা যায়।’

রোববার (৮ মে) বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর ১০ মে থেকে সাভারের বিকেএসপিতে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। এরপর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে। সিরিজের দুটি টেস্ট’ই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স

বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স