ক্রিকেটের আইন প্রনেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই সংস্থার সভাপতির দায়িত্ব নিবেন ইংলিশ অভিনেতা স্টিফেন ফ্রাই। চলতি বছরের ১ অক্টোবর এই দায়িত্ব বুঝে নিবেন তিনি।
২৩৪ বছরের ইতিহাসের প্রথম নারী হিসেবে এমসিসির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ক্লেয়ার কননোর। তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি হিসেবে স্টিফেন ফ্রাইয়ের নাম ঘোষণা করেছেন তিনি। বুধবার (৪ মে) লর্ডসে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় স্টিফেন ফ্রাইকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
এমসিসির সভাপতির দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্রাই । তিনি বলেন, “এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে মনোনয়ন পেয়ে আমি গর্বিত। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।”
স্টিফেন ফ্রাই মূলত একজন অভিনেতা এবং কৌতুক অভিনেতা। এছাড়াও লেখক, নাট্যকার, সাংবাদিক হিসেবেও তার পরিচিতি আছে। ক্রিকেটের সাথে সম্পৃক্ত না হয়েও দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালে এমসিসিতে ক্রাউডি লেকচার দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার তার হাতেই উঠছে সভাপতি দায়িত্ব।
ক্রিকেটের আন্তপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত স্টিফেন ফ্রাই ২০১১ সালে এমসিসির সদস্য পদ লাভ করেন। এর এক দশক পরেই তার হাতে উঠছে ক্রিকেটের আইন কানুন প্রণেতা প্রতিষ্ঠানের দায়িত্বভার।
ফ্রাইকে দায়িত্ব দিয়ে বর্তমান সভাপতি ক্লেয়ার কেননার বলেন, “আমার উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। সে একজন আন্তপ্রাণ ক্রিকেট সমর্থক। ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা আছে। আশা করি, সে এমসিসি যোগ্য প্রতিনিধি হয়ে উঠবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর