আইসিসির মাস সেরা ক্রিকেটার মনোনয়নে দুই প্রোটিয়া স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৩ মে ২০২২
আইসিসির মাস সেরা ক্রিকেটার মনোনয়নে দুই প্রোটিয়া স্পিনার

ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং সাইমন হার্মার। এই দু’জনের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত, দুই টেস্টেই এই দু’জনের বোলিংয়েই আত্মহুতি দিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে দারুণ পারফর্মেন্স করে আইসিসি মাসসেরা ক্রিকেটারে মনোনয়ন পেয়েছেন সাইমন হার্মার এবং কেশব মহারাজ। সাথে আছেন ওমানের ব্যাটার জ্যোতিন্দর সিং।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে জিতলেও টেস্টে যেন পুরাতন সেই ছন্দই ধরে রেখেছিল বাংলাদেশ। ফলস্বরুপ, দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটাররা আত্মহুতি দিয়েছেন দুই প্রোটিয়া স্পিনারের বলে।

এপ্রিলে দুই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলে ১৬ উইকেট শিকার করেন। পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন দুইবার। আর বোলিং গড় ১২ দশমিক ১২।

দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার সাইমন হার্মার বাংলাদেশের বিপক্ষে শিকার করেছিলেন ১৩ উইকেট। তার লাইনলেন্থে দারুণভাবে প্রাস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশকে ঘূর্ণি জাদুতে ভিমড়ি খাইয়ে দেওয়া এই স্পিনারও পেয়েছেন আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন।

কেশব মহারাজ-সাইমন হার্মারের সাথে তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন ওমানের ব্যাটার জ্যোতিন্দর সিং। ওয়ানডে সুপার লিগ-২ এ দারুণ খেলায় এই মনোনয়ন পেয়েছেন তিনি।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলেছিলেন জ্যোতিন্দর সিং। চার ম্যাচ খেলে তিন অর্ধশতকে ২৫৯ রান করেনে ওমানের এই ওপেনার। এছাড়াও বাকি ইনিংসে খেলেন একটি সেঞ্চুরি ইনিংস। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১৬ বলে খেলেন ১১৮ রানের ইনিংস।

নারী ক্রিকেটারদের মধ্যে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি, ইংলিশ ন্যাট স্কাইভার এবং উগান্ডার জানেত এমবাবাজি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

টাইগারদের নিউজিল্যান্ড বধ, আইসিসির চোখে সেরা ‘অঘটন’

টাইগারদের নিউজিল্যান্ড বধ, আইসিসির চোখে সেরা ‘অঘটন’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল, সরাসরি খেলবে ১২ দল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল, সরাসরি খেলবে ১২ দল

ম্যাচ পরিচালনায় নিরপেক্ষ আম্পায়ারে ফিরলো আইসিসি

ম্যাচ পরিচালনায় নিরপেক্ষ আম্পায়ারে ফিরলো আইসিসি