ক্রিকেটে ডাক বা শূন্য রানে ফেরার ঘটনা নতুন কিছু নয়। প্রায় সময়ই ব্যাটাররা এই লজ্জাজনক আউটের শিকার হন। তবে টানা ছয় ইনিংসে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরার ঘটনা ঘটিয়েছেন ইংলিশ ক্রিকেটার নাথান গিলক্রিস্ট। তাও কি-না আবার কাউন্টির মতো প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্টে!
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্ট-ইয়র্কশায়ার ম্যাচের দুই ইনিংসেই রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন গিলক্রিস্ট। শুধু তাই নয়, আগের দুই ম্যাচের চার ইনিংসেই একই কাণ্ড ঘটিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
টানা তিন ম্যাচে ‘পেয়ার’ পেয়েছেন এই ক্রিকেটার। তার মধ্যে তিন ইনিংসেই কি-না আবার গোল্ডেন ডাক! ভাগ্য ভালো একই ম্যাচে দুই ইনিংসে গোল্ডেন ডাক মেরে ‘কিং পেয়ার’ পাননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা সর্বোচ্চসংখ্যক ইনিংসে শূন্য রানে রানে আউট হওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন নাথান গিলক্রিস্ট। ১২তম ক্রিকেটার হিসেবে টানা ছয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে টানা ছয় ইনিংসে ডাকের দেখা পেয়েছিলেন কাউন্টি দল সারে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলা এডওয়ার্ড জর্জ হার্টনেল। ১৮৪৪ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ২২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি
এছাড়াও এই তালিকায় আছেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলা আলবার্ট উইলিয়াম রাইট, ল্যাঙ্কাশায়ারের উইকেটরক্ষক উইলিয়াম ওরসলির। শুধু কি তারাই, ভারতের টেস্ট দলের অধিনায়কও এই আছেন এই তালিকায়। ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ মৌসুমে টানা ছয়বার ডাক মেরেছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ২৮ টেস্ট খেলা নুয়ান প্রদীপও আছেন এই তালিকায়। একমাত্র বাংলাদেশি হিসেবে টানা ছয় ইনিংসে ডাকের দেখা পেয়েছেন সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ইমরান আলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর