দশ মাস আগেই পিএসএলের অষ্টম আসরের তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ পিএম, ০২ মে ২০২২
দশ মাস আগেই পিএসএলের অষ্টম আসরের তারিখ চূড়ান্ত

২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এই আসর শেষ হওয়ার মাস দুই না পেরোতেই অষ্টম আসর নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, ৮ম আসর শুরু হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের মাটিতে আয়োজন করা হয়েছিল পিএসএলের সপ্তম আসর। তবে অষ্টম আসরে টুর্নামেন্টের সময়কাল আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। আর ৩১ মার্চ পর্দা নামবে এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে পাকিস্তান দল। এই সিরিজ শেষেই নিজেদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নেমে পড়বে পাকিস্তানের ক্রিকেটাররা।

সপ্তম আসরে লাহোর এবং করাচিতে পুরো পিএসএল আয়োজন করা হলেও এবার বাড়ছে ভেন্যু সংখ্যা। নতুন দুই ভেন্যু হিসেবে থাকবে মুলতান এবং রাওয়ালপিন্ডি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসএলের আগে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগ যেখানে টুর্নামেন্ট শুরুর দুই-তিন মাস আগে সূচি জানিয়ে দেয়, সেখানে পিসিবি তাদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের সূচি জানিয়ে দিয়েছে প্রায় ১০ মাস আগে।

রাজনৈতিক কারণে পিসিবির সভাপতি আসতে পারে পরিবর্তন। এমন গুঞ্জন চলছে পাকিস্তানের ক্রিকেট পাড়ায়। এর মধ্যেও পিএসএল সময়মতো আয়োজনে কোনো কমতি রাখছে না পাকিস্তান। নির্ধারিত সময়েই পিএসএল আয়োজনে প্রস্তুতি নিচ্ছে দেশটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান