ফর্মহীনতার অভিযোগে ভারতীয় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা। ফিরেছিলেন রঞ্জি দলে, তবে সেখানেও খুব একটা ছন্দে ছিলেন না পূজারা। কাউন্টি ক্রিকেটে এসেই নিজেকে আবারও প্রমাণ করলেন চেতেশ্বর পূজারা। টানা দুই দ্বিশতক হাঁকিয়ে গড়েছেন নতুন রেকর্ডও।
সাসেক্সের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন চেতেশ্বর পূজারা। তিন ম্যাচের দুইটিতেই তুলে নিয়েছেন দ্বিশতক। এই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টিতে এক মৌসুমে দ্বিশতক হাঁকালেন তিনি।
কাউন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দুইজন ক্রিকেটার দ্বিশতক হাঁকাতে পেরেছেন। একজন পূজারা আর বাকিজন হলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি দুই মৌসুমে দু’টি দ্বিশতক হাঁকিয়েছিলেন।
আরও একজন ভারতীয় ক্রিকেটার কাউন্টি ক্রিকেটের দ্বিশতক হাঁকিয়েছিলেন। তিনি আজহারউদ্দিন এবং চেতেশ্বর পূজারার দ্বিগুণ চারটি দ্বিশতক করেছিলেন। তিনি যখন ডাবল সেঞ্চুরি করেন, সে সময় তিনি ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার।
শুধু তাই নয়, এই দ্বিশতক করে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন পূজারা। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫ দ্বিশতকের মালিক তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দ্বিশতক করেছেন কুমার সাঙ্গাকারা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৮ ম্যাচে ৫১ দশমিক ১১ গড়ে করেছেন ১৭ হাজার ২৭৬ রান করেছেন পূজারা। টেস্টে ভারতীয় দলের হয়ে ৯৫ টেস্টে ৪৩ দশমিক ৮৭ গড়ে করেছেন ৬ হাজার ৭১৩ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর