প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছেন পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। মাঠে নেমেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন এই ব্যাটার। আর এতেই বিশ্ব রেকর্ড থেকে মাত্র তিন রান দূরে থাকতেই থামতে হয়েছেন পাকিস্তানের এই ব্যাটারকে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে এপ্রিল মাসে তিন ম্যাচ খেলেছেন শান মাসুদ। এই সময়ে দুই ডাবল সেঞ্চুরিতে তার ব্যাট থেকে এসেছে ৭১৩ রান। আর শেষ ইনিংসে থেমেছেন ৪২ রান করে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রান করেছিলেন ইংলিশ ব্যাটার নিক কম্পটন। কাউন্টি ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছিল ৭১৫ রান। এই রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন শান। তবে তিন করতে না পারায় রেকর্ড ভাঙতে না পারার আক্ষেপ সঙ্গী হয়েছে তার।
২০১২ সালে কাউন্টি ক্লাব সামারসেটের হয়ে এপ্রিলে ৭১৫ রান করেন নিক কম্পটন। আর মে মাসের মধ্যে তার ব্যাট থেকে আসে এক হাজার রান। আর মৌসুম শেষে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছিল ৯৯ দশমিক ৬০ গড়ে ১৪৯৪ রান।
সদ্য সমাপ্ত এপ্রিল মাসে চার ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন শান মাসুদ। এই ছয় ইনিংসের দুইটিতে করেছিলেন দ্বিশতক। আর সাথে ছিল তিন হাফ সেঞ্চুরি।
এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩৯ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে ৪৯ দশমিক ৫৯ গড়ে ৮ হাজার ৫৫৩ রান। টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ২৫ ম্যাচ। এই সময়ের তার সংগ্রহ ২৯ দশমিক ৩১ গড়ে ১৩৭৮ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর