স্টোকসের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় রোমাঞ্চিত অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২২
স্টোকসের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় রোমাঞ্চিত অ্যান্ডারসন

ইংলিশ ক্রিকেটে একটা সময় ধরে বোলিং আক্রমণের নেতৃত্ব মানেই ছিল জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড জুটি। ইনজুরি ছাড়া তাদেরকে খুব একটা দলের বাইরে দেখা যেতো না। তবে সবশেষ অ্যাশেজে হারের পর ক্যারিয়ারের প্রায় শেষ দেখেই ফেলেছিলেন দু’জন। সেটা আর পূর্ণতা পেলো না। ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস দায়িত্ব গ্রহণের পরপরই ফিরিয়ে আনলেন এই দু’জনকে।

বেন স্টোকস নেতৃত্ব পেয়েই বলেছেন, দুই অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরত চান তিনি। তার সঙ্গে একমত হন নতুন ব্যবস্থাপনা পরিচালক রবার্ট কি। ব্যস, এখন আবার অ্যান্ডারসন ও ব্রডকে ইংল্যান্ডের হয়ে দেখার অপেক্ষা। স্টোকসের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় রোমাঞ্চিত অ্যান্ডারসনও।

বিবিসি রেডিওকে অ্যান্ডারসন জানান, নতুন শুরুর আনন্দে দারুণভাবে আন্দোলিত তিনি। ৩৯ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘স্টুয়ার্ট (ব্রড) এবং আমি আশা করছিলাম, আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে জেনে তাই ভালো লাগছে।’

তবে পারফর্ম করেই দলে সুযোগ পেতে চান তারা। সেটাও জানিয়ে রাখলেন, ‘যদিও নিজ নিজ কাউন্টি দলের হয়ে পারফর্ম করে আমাদের এখনও প্রমাণ করতে হবে যে, সেরা একাদশে (ইংল্যান্ডের) জায়গা করে নেওয়ার মতো যথেষ্ট ভালো আমরা। আমরা এখন অনেকটাই নিশ্চিত।’

স্টোকসের সঙ্গে অ্যান্ডারসনের ব্যক্তিগত সম্পর্ক দারুণ। পেশাগত পারস্পরিক শ্রদ্ধা ও সমীহের দিকটাও স্পষ্ট। স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দলের নতুন পথচলার অংশ হতে তর সইছে না অ্যান্ডারসনের।

‘বেন (স্টোকস) সহজাত নেতা। দলের সবার সম্মান আছে ওর প্রতি। সে জানে, দলকে কোন পথে এগিয়ে নেবে। তার নেতৃত্বের অংশ হতে পেরে আমার ভালো লাগবে। কঠিন কয়েকটি বছর গেছে আমাদের, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা তলানির দিকে। ইংলিশ ক্রিকেটের প্রয়োজন টেস্টে জয়ের পথে ফেরা।’

চলতি বছরের ২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ডের নতুন মৌসুম। এই টেস্ট দিয়েই স্টোকসের নেতৃত্বে বল হাতে ছুটতে দেখা যেতে পারে অ্যান্ডারসন-ব্রড জুটিকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ

শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ

দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

বেন স্টোকস’র হাতেই উঠলো ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব

বেন স্টোকস’র হাতেই উঠলো ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব

সাদা ও লাল বলে আলাদা কোচের খোঁজে ইংল্যান্ড

সাদা ও লাল বলে আলাদা কোচের খোঁজে ইংল্যান্ড