ব্যাট হাতে আমরা ‘জঘন্য’ ক্রিকেট খেলছি: রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২২
ব্যাট হাতে আমরা ‘জঘন্য’ ক্রিকেট খেলছি: রাহুল

লো স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেও খুশি নন লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাটারদের পারফর্ম্যান্সে একদমই হতাশ তিনি। ২০ রানের জয়ের পরও তাই ব্যাটারদের পারফর্ম্যান্সকে ‘জঘন্য’ বলে ক্ষোভ উগড়ে দিলেন লখনৌ দলপতি।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০ রানে জয় পাওয়ার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘আমরা ব্যাট হাতে জঘন্য ক্রিকেট খেলেছি। প্রথম ইনিংস শেষে আমি প্রচন্ড হতাশ এবং রাগান্বিত ছিলাম। এতোটা জঘন্য ক্রিকেট মানা যায় না।’

‘আমাদের ব্যাট নিয়ে আরও ভালো করতে হবে। হাফ টাইমের পর যখন কুইনি (ডি কক) এবং দীপক (হুডা) ব্যাটিংটা গতি দিয়েছিল। ৯ ওভারে ৬০ রান সত্যিই ভাল ছিল। আমরা যদি স্মার্ট ব্যাটিং করতাম, তাহলে আমরা ১৮০-১৯০ রান করতে পারতাম।’ - রাহুল যোগ করেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি খেলাটি বুঝার ক্ষেত্রে আমাদেরকে আরও স্মার্ট হওয়া দরকার। আমরা যদি অনেক বেশি শট না খেলতাম তবে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা বল হাতে ভালো করেছি। এখন শুধু পুনরাবৃত্তি চালিয়ে যেতে হবে।’

পাঞ্জাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছিল লখনৌ। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে পারেন পাঞ্জাব। তাতে লখনৌ সুপার জায়ান্ট জয় পায় ২০ রানে। এমন ম্যাচে ব্যাটিং নিয়ে রাগ দেখালেন পাঞ্জাবের অপাধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালও।

আগারওয়াল বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা সেট হয়ে আউট হয়ে যাচ্ছিলো। এটা হতাশাজনক। আমাদেরকে এটা কাটিয়ে উঠতে হবে। আমরা একদমই ভালো ব্যাটিং করিনি। এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে ছিলাম। সামনের ম্যাচে ব্যাটের সঙ্গে সমানতালে এগোতে হবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’