মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম বানাবে কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩০ এপ্রিল ২০২২
মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম বানাবে কলকাতা নাইট রাইডার্স

মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসবহুল ক্রিকেট বানাবে শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ। এই কাজে তাদের সাথে অংশীদার হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট টি-টোয়েন্টি (এমএলসি)। দুই পক্ষ থেকে এমন খবরই নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিন শহরে হবে ১০,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি। বর্তমানে আলোচনা চলমান রয়েছে। স্টেডিয়ামটি শহরের গ্রেট পার্কে ১৫ একর জমির উপর নির্মিত হবে। খরচ হতে পারে ২৫-৩০ মিলিয়ন্ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে চুক্তির অংশ হিসাবে এমএলসি দেশের ফ্ল্যাগশিপ টি-টোয়েন্টি ইভেন্ট পরিচালনার পাশাপাশি ছয়টি বিশ্বমানের ক্রিকেট ভেন্যু সরবরাহ করবে। এইচকেএস নামক একটি অস্ট্রেলিয়া ভিত্তিক ডিজাইনার কোম্পানি এই স্টেডিয়ামের ডিজাইনের জন্য কাজ করবে।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাটি অনুমোদিত হলে বিশ্বকাপের আগেই তারা (এমএলসি) স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা করে রেখেছে।

এছাড়াও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ হিসাবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে। তখন এখানেই ম্যাচগুলো খেলানোর পরিকল্পনা আছে। বর্তমানে, ‘মাইনর লিগ ক্রিকেট’-এর দুটি টি-টোয়েন্টি দলের হোম ভেন্যু হিসেবে লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম ব্যবহৃত হচ্ছে।

এই স্টেডিয়াম তৈরী প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘নাইট রাইডার্সকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। তারই অংশ হিসেবে এখানে একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে। নিঃসন্দেহে এটি ক্রিকেটের জন্য ভালো সিদ্ধান্ত হবে।’

মেজর লীগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা সমীর মেহতা এবং বিজয় শ্রীনিবাসন বলেন, ‘এমএলসি ক্রিকেটপ্রেমী অনুরাগীদের জন্য পরিকাঠামো তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনোদন ও প্রথম-শ্রেণীর ক্রীড়া সুবিধার জন্য বৃহত্তর লস অ্যাঞ্জেলেস অঞ্চলের জন্য একটি ভেন্যু যোগ করার জন্য এটি একটি আদর্শ পরিকল্পনা।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের