শেষ ওভারে মোস্তাফিজের ঝলক, দিল্লির চতুর্থ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২২
শেষ ওভারে মোস্তাফিজের ঝলক, দিল্লির চতুর্থ জয়

ছবি : আইপিএল

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সপ্তম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম তিন ওভারে কোনো উইকেট না পেলেও ইনিংসের শেষ ওভারে এসে মাত্র ২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে টুর্নামেন্টের ৪১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। যার মধ্যে কলকাতা ইনিংসের শেষ ওভারেই সবগুলো উইকেট শিকার করেন তিনি।

নিজের প্রথম ওভারে ২ রান দেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে দেন ৫ রান। তবে ফিজের তৃতীয় ওভারটি ছিল ব্যয়বহুল। ওই ওভারে ২টি চারে ১০ রান দেন তিনি। তবে নিজের শেষ ও চতুর্থ ওভারে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের এ পেসার।

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নেন মোস্তাফিজ। শেষ বলে হ্যাটট্টিক করার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি। ফলে নিজের বোলিং কোটা শেষ করেন ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেটে।

মোস্তাফিজের এমন বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় কলকাতা। দলের পক্ষে মোস্তাফিজের সাথে বল হাতে সফল ছিলেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ৩ ওভারে ১৪ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট।

১৪৭ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি রেখেই স্পর্শ করে ফেলে দিল্লি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে দিল্লি। এবারের আসরে এখন পর্যন্ত বল হাতে ৭ ম্যাচে ২৮ ওভারে ২০৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

মিতব্যয়ী মোস্তাফিজ, তবুও হার দিল্লির

মিতব্যয়ী মোস্তাফিজ, তবুও হার দিল্লির