শহীদ আফ্রিদি মিথ্যাবাদী-চরিত্রহীন: কানেরিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৯ এপ্রিল ২০২২
শহীদ আফ্রিদি মিথ্যাবাদী-চরিত্রহীন: কানেরিয়া

আরও একবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়ে বোমা ফাটালেন সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। পাকিস্তান দলে খেলার সময় আফ্রিদির কাছ থেকে দূর্ব্যবহারের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন এই স্পিনার। জানিয়েছেন, আফ্রিদি একজন মিথ্যাবাদী এবং চরিত্রহীন।

স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ৪১ বছর বয়সী স্পিনার দানিশ কানেরিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নিজের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। একই সময়ে আফ্রিদির বিপক্ষে অভিযোগের আঙুল তোলেন এই স্পিনার।

শহীদ আফ্রিদিকে চরিত্রহীন এবং মিথ্যাবাদী উল্লেখ করে কানেরিয়া বলেন, “শহীদ আফ্রিদি আমাকে সব সময় হেয় করেছে। আমরা দুজনেই স্পিনার হিসেবে খেলতাম। সে আমাকে বেঞ্চে বসিয়ে রাখত এবং ওয়ানডে টুর্নামেন্টে খেলতে দিত না।”

এর আগে কানেরিয়ার সাথে আফ্রিদির খারাপ ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আনেন পেসার শোয়েব আখতার। এই জন্য তাকে ধন্যবাদও জানান কানেরিয়ার।

বলেন, “শোয়েব আখতার প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে আমার সমস্যা নিয়ে কথা বলেছেন। এটা বলার জন্য তার প্রতি কৃতজ্ঞ। হিন্দু হওয়ার কারণে কীভাবে আমি দলে বৈষম্যের শিকার হচ্ছিলাম তা জানিয়েছেন তিনি। তার জন্য কর্তৃপক্ষের বিভিন্ন চাপ সহ্য করতে হয়েছে তাকে। পরে তিনি কথা বলা বন্ধ করে দেন। তবে হ্যাঁ, এটা আমার সঙ্গে ঘটেছিল।”

আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কানেরিয়া আরও বলেন, “সে আমাকে দলে নিতে চাইত না। সে ছিল মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী… কারণ সে চরিত্রহীন ব্যক্তি। আমার সমস্ত ফোকাস ছিল কেবল ক্রিকেটের দিকে এবং আমি তার সমস্ত কৌশল অবজ্ঞা করতাম। শহীদ আফ্রিদি একমাত্র ব্যক্তি যে অন্য খেলোয়াড়দের আমার বিরুদ্ধে উস্কে দিত। আমি ভালো পারফর্ম করতাম এবং সে আমার প্রতি ঈর্ষান্বিত ছিল। পাকিস্তানের হয়ে খেলতে পারায় আমি গর্বিত। আমি কৃতজ্ঞ।”

১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট এবং ১৮ ওয়ানডে খেলেছেন দানিশ কানেরিয়া। এই সময়ে তার ঝুলিতে ছিল যথাক্রমে ২৬১ এবং ১৫ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে ‘বিশ্বকাপ’ আয়োজন করবে পাকিস্তান

চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে ‘বিশ্বকাপ’ আয়োজন করবে পাকিস্তান

সিনিয়রদের বাদ দিয়ে তরুণে ঝুঁকছে পিসিবি, বাড়াচ্ছে বেতন

সিনিয়রদের বাদ দিয়ে তরুণে ঝুঁকছে পিসিবি, বাড়াচ্ছে বেতন

পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি