বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই ধারাবাহিকতায় মাঠে গড়িয়েছে বিপিএল, সিপিএল, পিএসএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টগুলো। এবার ফ্রাঞ্চাইজি লিগের এই পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। নিজ দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকলেও ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে এতোদিন কোনো পরিকল্পনাই করেনি দক্ষিণ আফ্রিকা। সেই নীরবতা ভেঙে এবার নিজেরাও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর।
টুর্নামেন্টে কতটি দল অংশ নিবে এবং ফরম্যাট কি হবে, সেই বিষয়টিও নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তারিখ চূড়ান্ত না হলেও জানিয়েছে, ২০২৩ সালে জানুয়ারিতে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্টে আয়োজিত হবে মোট ৩৩ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল খেলবে প্লে অফ। আর সেখান থেকেই দুই ফাইনালিস্ট দল নির্বাচন করা হবে।
টুর্নামেন্টে প্রতিটি দলের একাদশে চার জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে। এছাড়াও স্থানীয় ক্রিকেটার থাকবেন সাত জন করে।
দক্ষিণ আফ্রিকার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের নাম এখনও জানা না গেলেও ইতিমধ্যেই সম্প্রচার স্বত্ব বিক্রি করে দিয়েছে সিএসএ। সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সিএসএ। এছাড়াও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় এবং বিদেশি কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর