শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবারের মৌসুম। লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর রানার্স-আপ হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল হক বিজয়। আর বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান।
১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৮১ দশমিক ২৮ গড়ে ১১৩৮ রান করেছেন এনামুল হক বিজয়। যা ডিপিএলের যেকোনো আসরের সর্বোচ্চ রান। দেশের ঘরোয়া আসরটি লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম কোনো ব্যাটার ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়েন বিজয়।
আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৯ রান করেছেন ১৫ ম্যাচ খেলা লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি ছিল তার ব্যাটে।
বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান। ১৫ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুল।
রাকিবুলের পরেই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট চ্যাম্পিয়ন শেখ জামালের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের। ১৫ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি। ২৭ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ভারতীয় ক্রিকেটার চেরাগ জানি।
সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটার
ব্যাটার ও দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
এনামুল হক বিজয় (প্রাইম ব্যাংক) | ১৫ | ১১৩৮ | ১৮৪ | ৮১.২৮ | ৩/৯ |
নাঈম ইসলাম (লে. অব রূপগঞ্জ) | ১৫ | ৮৫৯ | ১২৪ | ৬৬.০৭ | ২/৫ |
মোসাদ্দেক হোসেন (আবাহনী) | ১৫ | ৬৫৮ | ৮৮ | ৪৭.০০ | ০/৭ |
জাকির হাসান (রূপগঞ্জ টাইগার্স) | ১৫ | ৬৩৬ | ১২৪ | ৪২.২৪ | ২/৩ |
চিরাগ জানি (লে. অব রূপগঞ্জ) | ১৫ | ৫৯৭ | ১১২ | ৪৯/৭৫ | ১/৪ |
সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার
বোলার ও দল | ম্যাচ | উইকেট | সেরা | গড় | ৫ উইকেট |
রাকিবুল হাসান (প্রাইম ব্যাংক) | ১৫ | ২৯ | ৪/৪০ | ২০.৩৭ | ০ |
পারভেজ রসুল (শেখ জামাল) | ১৫ | ২৮ | ৫/২৯ | ১৫/৮৫ | ১ |
চিরাগ জানি (লে. অব রূপগঞ্জ) | ১৫ | ২৭ | ৫/১৫ | ১৮/২২ | ১ |
মো. সাইফউদ্দিন (আবাহনী) | ১৪ | ২২ | ৮/৩৮ | ২৬/৮৬ | ০ |
তানভীর ইসলাম (আবাহনী | ১৫ | ২২ | ৩/৩৫ | ২৯/৭৭ | ০ |
স্পোর্টসমেইল২৪/আরএস