দুবাইয়ে ‘ফেয়ারব্রেক’ নামের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের জাহানারা আলম ও রুমানা আহমেদ। হংকং ক্রিকেটের সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে খেলতে ইতিমধ্যে বিসিবির ছাড়পত্র পেয়েছেন দেশের দুই নারী ক্রিকেটার। টুর্নামেন্টিতে খেলতে শনিবার (৩০ এপ্রিল) দেশ ছাড়বেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা ও রুমানার খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। ১ থেকে ১৫ মে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ মাঠে গড়াবে। যেখানে ৩০টি দেশের নারী ক্রিকেটাররা খেলবেন। আর বাংলাদেশের প্রতিনিধিত্ব জাহানারা আলম এবং রুমানা আহমেদ।
টুর্নামেন্টে জাহানারা আলম খেলবেন টিম ফ্যালকনে। যে দলের নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস। এছাড়া একই দলে আছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ, ওয়েস্ট ইন্ডিজের ব্রিটনি কুপার, জার্মানির ক্রিস্টিনা গফ ও ভুটানের আঞ্জু গুরুং।
এছাড়া রুমানা খেলবেন বার্মি আর্মি টিমের হয়ে। এ দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন, শেমাইন ক্যাম্পবেল, পাকিস্তানের ফাতিমা সানা, রুয়ান্ডার হেনরিয়েট ইসিমওয়ে ও ব্রাজিলের রবার্টা আভেরি।
২০১৩ সালে ‘উইমেনস ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ (ডব্লুআইসিএল)’ নামে প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক। মেয়েদের ক্রিকেটের সুযোগ-সুবিধার সঙ্গে বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে আলাদা এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। মেয়েদের ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে এটিই বেসরকারি উদ্যোগের প্রথম টুর্নামেন্ট হতে যাচ্ছে।
টুর্নামেন্টে খেলতে যাওয়ার বিষয়ে রুমানা আহমেদ বলেন, “এটা আমাদের জন্য নতুন একটা টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই আমাদের, খুবই রোমাঞ্চিত আমরা। ৩০ এপ্রিল (শনিাবর) দুবাই যাব। টুর্নামেন্ট শেষ করে ১৬ মে দেশে ফিরবো। টুর্নামেন্টিতে খেলতে ইতিমধ্যে অনাপত্তিপত্র পেয়েছি আমরা।”
তিনি আরও বলেন, “এটা সত্যিই রোমাঞ্চকর ব্যাপার যে, অনেক দেশের ক্রিকেটার থাকবে। তাদের সাথে খেলার অভিজ্ঞতা হবে। আমাদের যেসব সতীর্থ আছে যেমন- ডটিন, ক্যাম্পবেল; আরও ভালো ভালো ক্রিকেটার আছে। তাদের সঙ্গে খেলতে পারবো, আমি মনে করি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।”
স্পোর্টসমেইল২৪/আরএস