পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০২২
পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

সরকার পরিবর্তনের সাথে সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদে রদ-বদল আসাটা যেন স্বাভাবিক একটি বিষয়। সাধারণত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরাই পান সভাপতির এই পদ। এবার পিসিবিতে সরকারের এই হস্তক্ষেপ বন্ধ করতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী চিফ অব প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাধারণত তার ঘনিষ্ঠজনরাই পেয়ে থাকেন সভাপতির গুরু দায়িত্ব। পিসিবির গঠনতন্ত্রের এই বিষয়টি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন শহীদ আফ্রিদি।

তিনি বলেন, “আমার মনে হয় পিসিবির উচিত সরকার থেকে আলাদা হয়ে স্বাধীন একটি প্রতিষ্ঠান হওয়া। সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগে সরকারের হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “পিসিবির স্বাধীন একটি প্রতিষ্ঠান হওয়া উচিত। নিজেদের একটি নির্বাচন পদ্ধতি থাকা উচিত যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।”

ইমরান খান সরকারের পতন পর থেকেই পাকিস্তান ক্রিকেটে গুঞ্জন পিসিবির সভাপতির পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও জানা গেছে, সেই পদে আসতে পারেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠজনের মধ্যে কেউ। এরপরেই এমন মন্তব্য করলেন শহীদ আফ্রিদি।

এই বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতিকর দিক বলেও উল্লেখ করেন আফ্রিদি। এছাড়াও এটি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে অন্যতম বাঁধা বলেও জানান।

তিনি বলেন, “এটার কারণেই পাকিস্তান ক্রিকেটে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের উন্নতিতেও সমস্যার তৈরি করছে। এটাই পিসিবির নিয়ম পরিবর্তনের উপযুক্ত সময়।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ