হাজার রানের মাইলফলকেও বিজয়ের আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৬ এপ্রিল ২০২২
হাজার রানের মাইলফলকেও বিজয়ের আক্ষেপ

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম কোনো ব্যাটার হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়েছেন ডান-হাতি এনামুল হক বিজয়। ব্যাট হাতে নিজে এমন মাইলফলক স্পর্শ করলেও আক্ষেপ করছেন বিজয়। চলমান ডিপিএলে নিজের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শিরোপা উপহার দিতে পারেননি তিনি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ডিপিএলের সুপার লিগের চতুর্থ রাউন্ডে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে হাজারতম রানের মাইলফলক স্পর্শ করেন বিজয়। শুধু তাই নয়, ব্যক্তিগত ৭০ রান করে হাজারতম রাত স্পর্শ করার পর ডিপিএলের চলতি আসরে তৃতীয় ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি তুলে নেন বিজয়। ৮৪ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১১২ রানে অপরাজিত ছিলেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বিজয় বলেন, “আসলে দলকে চ্যাম্পিয়ন করবো -এটা চিন্তা করেছিলাম। এটা (চ্যাম্পিয়ন) হয়নি, তার জন্য খারাপ লাগছে। যখনি যে দলে খেলি না কেন, অবদান রাখতে চেষ্টা করি, এটা পেরেছি। তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। আসরে ১ হাজার রান করবো -এ রকম কোনো লক্ষ্য ছিল না।”

চলমান ডিপিএলে ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে ৮ ফিফটি এবং ৩ সেঞ্চুরিতে ১০৪২ রান করেছেন বিজয়। ব্যাট হাতে নিজের এমন পারফরম্যান্সের বিষয়ে বিজয় বলেন, “আসলে ধারাবাহিকতা খুবই জরুরি, প্রতিটা ক্রিকেটারের জন্য, বোলার বা ব্যাটার হোক। আমি সেটাই চেষ্টা করছি, দোয়া করবেন যেন এ রকম ধারাবাহিকতা বজায় রাখতে পারি।”

আরও পড়ুন> প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতলো শেখ জামাল

তিনি আরও বলেন, “চেষ্টা করেছি ভালো করার, যেটা পেরেছি মনে হয়। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি। যে টিমে খেলি শতভাগ দিয়ে এভাবে খেলার চেষ্টা করবো।”

দেশের জার্সিতে ৪ টেস্টে ৭৩, ৩৮ ওয়ানডেতে ১০৫২ ও ১৩ টি-টোয়েন্টিতে ৩৫৫ রান করেছেন এনামুল হক বিজয়। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়