সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। তবে ভাগ্য তাকে সহায়তা করেনি, টুর্নামেন্ট চলাকালীন ইনজুরিতে পড়ে তাকে ছিটকে যেতে হয়েছে। তার বদলি হিসেবে নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে নিয়েছে সারে।
কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন সারের ক্রিকেট ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট। তিনি জানিয়েছেন, কাউন্টি দলটির হয়ে তিন ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই পেসার।
কাউন্টি ক্রিকেটে মোটেও নতুন মুখ নন কলিন ডি গ্র্যান্ডহোম। এর আগে উইয়ার্কশায়ার এবং হ্যাম্পশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। এটি হতে যাচ্ছে তার তৃতীয় কাউন্টি দল।
কলিন ডি গ্র্যান্ডহোম ছাড়াও অজি ড্যান ওর্যালকে দলে ভিড়িয়েছে সারে। তিনি মূলত খেলবেন স্থানীয় ক্রিকেটার হিসেবে। অস্ট্রেলিয়াতে ঘরোয়া ক্রিকেট খেললেও বৃটিশ পাসপোর্ট থাকায় কাউন্টি ক্রিকেটেও স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন তিনি।
কেমার রোচ ছাড়াও সারে দল থেকে ছিটকে গিয়েছেন আরেক পেসার স্যাম কুরান। এই মৌসুমে তাক পাওয়া নিয়েও রয়েছে সন্দেহ। এছাড়াও আরেক তরুণ ইংলিশ পেসার জেমস টেইলর সর্বশেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে বোলিং করতে পারেননি। ইনজুরি সমস্যায় বেশ ব্যাকফুটে আছে সারে। এই অবস্থায় দলে যোগ দিলেন কলিন ডি গ্র্যান্ডহোম।
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ২৮ টেস্ট খেলে বল হাতে ৪৮ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ১২২ ম্যাচে তার ঝুলিতে আছে ১৯৭ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর