প্রোটিয়া সিরিজে বায়ো-বাবল রাখছে না ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৬ এপ্রিল ২০২২
প্রোটিয়া সিরিজে বায়ো-বাবল রাখছে না ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই সপ্তাহ পরই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরে বায়ো-বাবল নিয়ম রাখবে না দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই বায়ো-বাবল না রাখার মতো সিদ্ধান্ত নিলো বিসিসিআই। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, তারা বায়ো-বাবল নীতি থেকে বের হয়ে আসবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বায়ো-বাবল না রাখার বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত কোনো বায়ো-বাবল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।”

চলতি বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের পুরোটাই পুরো ভারতজুড়ে আয়োজন করবে বিসিসিআই।

বায়ো-বাবল না থাকলেও ক্রিকেটারদের নিয়মিত ভিত্তিতে করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা। ক্রিকেটারদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে তাদেরকে আইসোলেশনে থাকতে হবে বলেও জানিয়েছে বিসিসিআই।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর করবে ভারতীয় দল। ইউরোপ সফরে বায়ো-বাবল থাকবে কি-না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

চূড়ান্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু

চূড়ান্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন 

বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন