ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন। আর ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক জো রুট। এই রুটের অধীনেই নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বলে মনে করেন অ্যান্ডারসন।
জো রুটের অধীনে ৬৪ টেস্ট খেলেছে ইংল্যান্ড। এই সময় ৪৬ টেস্টে খেলেছেন অ্যান্ডারসন। আর এই ৪৬ টেস্টে অ্যান্ডারসন শিকার করেছেন ১৭০ উইকেট। তবে পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন তথ্য। অধিনায়ক অ্যালিস্টার কুকের অধীনে ১৯১ উইকেট শিকার করেছিলেন তিনি।
অ্যান্ডারসন বলেন, “আমি তাকে (রুট) ধন্যবাদ জানাই। আমি তার অধীনেই সেরা সময় কাটিয়েছি। এটা পুরোটা কাকতালীয় একটি ব্যাপার ছিল।”
তিনি আরও বলেন, “ওর সময়ে আমাকে আর স্টুয়ার্টকে (ব্রড) নিয়ে অনেক কিছু বলা হয়েছে। তবুও আমার মনে হয়, ওর অধীনে আমি সেরা ক্রিকেট খেলেছি। সর্বশেষ কয়েক বছরের আমাকে সমর্থন দেওয়ায় আমি ওকে ধন্যবাদ জানাতে চাই।”
সর্বশেষ ২০২১ সালে ইংল্যান্ড দলের টেস্ট ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। এমনকি একই কারণে দলের অধিনায়কত্ব ছেড়েছেন জো রুট।
তবে এত কিছুর পরও রুটের সাথে বন্ধুত্বের সম্পর্কে ছেদ ঘটবে না বলে মনে করেন অ্যান্ডারসন। তিনি বলেন, “সে অধিনায়কত্বে যত বেশি মনোযোগী হচ্ছিল, বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হচ্ছিলো। এখন আমাদের বন্ধুত্বে ফেরাটা সহজ হবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর