আইপিএলে নিজের ফর্মের কৃতিত্ব মোশতাককে দিচ্ছেন বাটলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ এপ্রিল ২০২২
আইপিএলে নিজের ফর্মের কৃতিত্ব মোশতাককে দিচ্ছেন বাটলার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ব্যাটার জশ বাটলার। নিজের দারুণ ছন্দে থাকার কৃতিত্ব পাকিস্তানের সাবেক ব্যাটার মোশতাক আহমেদকে দিচ্ছেন জশ বাটলার। জানিয়েছেন, তার কারণেই দারুন খেলতে পারছেন তিনি।

আইপিএলের ১৫তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাটলার। ৮১ দশমিক ৮৩ গড়ে তিন সেঞ্চুরিতে করেছেন ৪৯১ রান।

তার দারুণ ছন্দে থাকার পিছনে মোশতাক আহমেদ সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন বাটলার। তার পরামর্শে ব্যাটিংয়ে পরিবর্তন এনে সফল হয়েছেন তিনি।

বাটলার বলেন, “মোশতাক আহমেদ সবসময় আমাকে প্রথম অফ সাইডে খেলতে বলেন। উইকেটে থিতু হয়ে পড়ে লেগ সাইডে খেলার কথা বলেছেন। যদি আপনি সবসময় লেগ সাইডে দেখেনে, তাহলে অফে খেলতে পারবেন না।”

ক্রিকেট মাঠে নিজের সেরা সময় কাটাচ্ছেন জশ বাটলার। আইপিএল কিংবা জাতীয় দল, সব জায়গাতেই নিজের দারুণ ছন্দে দর্শকদের মন জয় করে নিচ্ছেন এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৫৭ টেস্ট, ১৪৮ ওয়ানডে এবং ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন জশ বাটলার। এই সময় ব্যাট হাতে ৮ হাজার ৯১৯ রান করেছেন এই ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

ইংলিশ কাউন্টিতে ইতিহাস গড়লেন শান মাসুদ

ইংলিশ কাউন্টিতে ইতিহাস গড়লেন শান মাসুদ