ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এই ইনজুরির কারণে এখনও কাউন্টি ক্রিকেটে মাঠে নামতে পারেননি তিনি। অবশ্য এবার আশার বাণী দেখাচ্ছেন এই অলরাউন্ডার। রিহ্যাব শেষ করে অনুশীলনে নেমেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে হাঁটুর ইনজুরিতে পড়েন বেন স্টোকস। সেই ইনজুরির কারণে কাউন্টি দল ডারহামের হয়ে নতুন মৌসুম শুরু করতে পারেননি। তবে অনুশীলনে ফেরায় হয়তো দ্রুতই মাঠে নামবেন এই ক্রিকেটার।
হাঁটুর ইনজুরির আগে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন বেন স্টোকস। মানসিক অবসাদজনিত কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার অ্যাশেজ সিরিজ দিয়ে ফিরেছিলেন। কিন্তু সেখানে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের স্বরুপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এইখানেই ইনজুরিতে পড়েন তিনি।
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় ডারহামের হয়ে নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ উইল গিডম্যান।
সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়কত্বের পদ ছেড়েছেন জো রুট। সম্ভাব্য অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বেন স্টোকসের নাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর