হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ২৫ এপ্রিল ২০২২
হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ধারাবাহিকতা নতুন কিছু নয়, দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। তবে ‘ফ্যাব ফোরে’ তার নাম না দেখে চোখ কপালে তুলেছেন অনেক ক্রিকেটবোদ্ধা। শুরু হয়ে গেছে বিতর্ক। এই বিতর্কের স্রোতে এবার গা ভাসালেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংহ।

ফ্যাব ফোরে জায়াগ করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অভিষেকের পর থেকে তারা তাদের নিজ নিজ অবস্থানে পারফরম্যান্সের দিক দিয়ে বেশ ধারাবাহিক।

ফ্যাব ফোরে বাবরকে না দেখে অবাক হয়েছেন হরভজন। সাবেক ভারতীয় স্পিনার এ ব্যাপারে তার মতামত দিয়েছেন। তিনি বলেছেন যে, বাবরকে খুব তারাতাড়িই ফ্যাব ফোরে রাখা হবে। ভাজ্জি ভবিষ্যৎবাণী করেছেন, একদিন বাবর ক্রিকেটে কিংবদন্তিদের মধ্যে থাকবেন।

বাবরের নামের পাশে ইতিমধ্যেই ২৩টি সেঞ্চুরি লেখা হয়ে গেছে। বর্তমানে তিনি ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষ পাঁচে রয়েছেন। টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে তিনি পঞ্চম স্থানে রয়েছেন এবং সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন।

হরভজন বলেন, ‘সে (বাবর) ফ্যাব ফোরে থাকতে পারবে কিনা বলাটা একটু তাড়াতাড়িই হয়ে যায়। ফ্যাব ফোরে কারা আছে তাও আমি জানি না। তবে বাবরের নিশ্চয়ই যোগ্যতা আছে। সে অনেক আত্মবিশ্বাস ও কৌশলের অধিকারী একজন সঠিক ব্যাটার। সামনের দিকে তিনি ক্রিকেটের কিংবদন্তিদের একজন হবেন।’

হরভজন আরও যোগ করেন, ‘তাকে এখনই যে কোনো লিগে যোগ করাটা খুব দ্রুত হয়ে যায়। তাকে তার মতো খেলতে দাও। সে দলের জন্য আরও বেশি রান করুক এবং জিততে থাকুক। প্রতিভার দিক থেকে সে অন্য কারো চেয়ে কম নয়।’

পাকিস্তানের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ৮৬টি ওয়ানডে এবং ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে রান করেছেন প্রায় দশ হাজারের কাছাকাছি। শতক আছে ২৩টি। অর্ধশতকের ঘর ছুঁয়েছেন ৬৫ বার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

ইংলিশ কাউন্টিতে ইতিহাস গড়লেন শান মাসুদ

ইংলিশ কাউন্টিতে ইতিহাস গড়লেন শান মাসুদ