সুপার লিগে আবাহনীর প্রথম জয়ে হারলো মাশরাফির রূপগঞ্জ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০২২
সুপার লিগে আবাহনীর প্রথম জয়ে হারলো মাশরাফির রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর কাছে বড় ব্যবধানে হারলো মাশরাফি-সাকিবের লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটিং ব্যর্থতায় আবাহনীর কাছে ৮১ রানের ব্যবধানে হেরে গেছে তারা। সুপার লিগে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেল রূপগঞ্জ। অন্যদিকে, সুপার লিগে তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল আবাহনী।

রোববার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রানের সংগ্রহ গড়ে আবাহনী। দলের পক্ষে ব্যাট হাতে নাজমুল হাসান শান্ত ৮৬ এবং আফিফ হোসেন ধ্রুব ৬২ রান করেন।

১০১ বলে ১০টি চারের মারে নিজের ইনিংস সাজার শান্ত। এছাড়া ৭২ বলে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান আফিফ। ব্যাট হাতে শেষ দিকে ২৭ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। রূপগঞ্জের পক্ষে বল হাতে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। আবাহনীর বোলারদের সামনে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারেননি রূপগঞ্জের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন ভারতের ক্রিকেটার চিরাগ জনি।
sportsmail24
ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ৩ উইকেট শিকার করা সাকিব ব্যাট হাতে খেলেছেন ৮ বলে মাত্র ৩ রানের ইনিংস। এছাড়া রাকিবুল হাসানের ব্যাট থেকে ২৭ রান এবং সাব্বির রহমান ৩৮ রান করেন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করেন ১০ বলে ৯ রান। শেষ দিকে তানভির হায়দারের ব্যাট থেকে অপরাজিত ৩৬ রান আসলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

রূপগঞ্জকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৮১ রানের জয় পাওয়া ম্যাচে আবাহনীরা পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে ২৮ রান করা মোসাদ্দেক বল হাতে ৪ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।

ডিপিএলে সুপার লিগের আবাহনীর এটাই প্রথম জয়। অন্যদিকে, তিন ম্যাচে টানা দুই জয়ের পর তৃতীয় রাউন্ডে রূপগঞ্জের এটাই প্রথম হার। এ হারে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মাশরাফির রুপগঞ্জ। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে রয়েছে শেখ জামাল। আর একমাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রয়েছে আবাহনী।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড দেওয়ার দিনে ইনজুরিতে মুশফিক-মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড দেওয়ার দিনে ইনজুরিতে মুশফিক-মিরাজ

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

শেষ ওভারে মাশরাফি-সাকিবদের কষ্টার্জিত জয়

শেষ ওভারে মাশরাফি-সাকিবদের কষ্টার্জিত জয়

সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়

সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়