সম্প্রতি বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন যে, তিনি টেস্ট খেলতে প্রস্তুত নন। ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের প্রয়োজনে মোস্তাফিজুর রহমানকে শ্রীলঙ্কা টেস্ট খেলতে হবে।
এর আগে মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বিসিবির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন যে, বিসিবি সভাপতিকে তার অবস্থানও জানাবেন। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান সমস্ত ঘটনা সম্পর্কে অবগত ছিলেন।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘প্রথমেই আমি ব্যাপারটা ব্যাখা করি। আমরা খেলোয়াড়দের চুক্তিপত্র পাঠিয়েছিলাম কে কোন ফরম্যাটে খেলতে চায় সেটা জানাতে। যারা তিন ফরম্যাট, টেস্ট বা দুই ফরম্যাট খেলতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করেছি (কেন্দ্রীয় চুক্তিতে)। মোস্তাফিজুর টেস্টে নাম দেয়নি। তিনি বলেননি যে টেস্ট খেলতে চান।’
নাজমুল হাসান আরও বলেন, ‘তিনি (মোস্তাফিজ) বলেছেন কিনা তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রয়োজন হলে তাকে (টেস্ট) খেলতে হবে। প্রয়োজন হলে অবশ্যই আমরা তাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ডাকতে পারি। দেখুন তাসকিন, শরিফুল এবং এবাদত তিনজন ক্রিকেটার টেস্টের জন্য আছে। এখন আমি যদি মোস্তাফিজকে রাখি, ম্যানেজমেন্ট তাকে খেলাবেন কি না জানি না। তবে যখনই প্রয়োজন হবে (টেস্টের জন্য) অবশ্যই তাকে খেলতে হবে। এটা নিয়ে কোন সমস্যা নেই।’
এদিকে নাজমুল হাসান জানিয়েছেন, তিনি টেস্ট স্কোয়াডের সঙ্গে বসবেন। তাদের কোনো মানসিক সমস্যা আছে কি না দেখবেন। তিনি বলেন, ‘আগে দেখতাম আমরা পেস বোলারদের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু এখন দেখছি স্পিনারদের সামনেও সমস্যায় পড়ছি।’
‘আজ আমি টেস্ট দলের সাথে বসতে চেয়েছিলাম কিন্তু তারা দেরিতে এসেছে। তবে আমরা অবশ্যই এক বা দুই দিনের মধ্যে জানতে পারবো কী ঘটছে। কোনো মানসিক সমস্যা থাকলে তা আমাদেরকে সমাধান করতে হবে।’ - তিনি যোগ করেন।
২০১৫ সালে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় মোস্তাফিজের। এই সময়ের মধ্যে বাংলাদেশ মোট টেস্ট খেলেছে ৩৯টি। এর মধ্যে ১৪টি ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। বল হাতে উইকেট নিয়েছেন ৩০টি। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন এই ফাস্ট বোলার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি