ইংল্যান্ডের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম লর্ডসে প্রথমবারের মত ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অনেক স্বনামধন্য অতিথি সহ ইংল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিল ইফতার অনুষ্ঠানে।
মুসলিমদের জন্য বিশেষ পবিত্র মাস রমজানে মুসলিম ক্রিকেটারদের পাশে থাকার কথা আগেই জানিয়েছিল ইসিবি। এবার মুসলিম ক্রিকেটারদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করলো ইংল্যান্ডের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন প্রখ্যাত ব্রিটিশ-পাকিস্তানি বংশোদ্ভূত ধারাভাষ্যকার আতিফ নওয়াজ ও তামিনা হুসেন।
কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে থাকাকালীন মুসলিম ক্রিকেটার আজিম রফিক বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন। এর পর এটার পরিপ্রেক্ষিতে বর্ণবাদের বিরুদ্ধে ইসিবি নানা পদক্ষেপ নিয়েছিল। ইফতার অনুষ্ঠানে আজিম রফিকও উপস্থিত ছিলেন। দ্যা ক্রিকেটারের প্রতিবেদক ডোবেল এই ইফতার অনুষ্ঠানকে এরই অংশ হিসেবে ইঙ্গিত করেন।
ডোবেলে সাথে ছবি তুলে আজিম রফিক নিজেও টুইট করেন। সেই টুইট বার্তায় আজিম বলেন, “লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনের অংশ হতে পেরে নিজেকে খুব সম্মানিত লাগছে। পরিশ্রম করে এই আয়োজনের জন্য তামেনা হুসেইন এবং তার দলকে ধন্যবাদ।”
এছাড়া এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। লর্ডসে ইফতার অনুষ্ঠান নিয়ে সন্তষ্টি প্রকাশ করে মরগ্যান টুইটারে বলেন, “লর্ডসে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করায় গতকাল সন্ধ্যাটা সত্যিই উপভোগ্য ছিল। রামাদান কারিম।”
লর্ডসে প্রথমবারের মত আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের ইভেন্ট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন তামেনা হুসেইন। টুইটারে তিনি টুইট মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি ক্লেয়ার কনোর টুইট রি–টুইট করেন।
তিনি লিখেন, “সাম্প্রতিক মাসগুলোয় লর্ডসের লং রুমে অনেক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই (ইফতার) আয়োজনটা প্রেরণাদায়ক ও অর্থবহ ছিল। তামেনা হুসেইন এবং ইসিবির দলকে এই আয়োজনের জন্য ধন্যবাদ। এই রাতে সবাইকে একসূত্রে গাঁথার জন্যও ধন্যবাদ।”