ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২২ এপ্রিল ২০২২
ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

অ্যাশেজ ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন ইংল্যান্ডের সাবকে কোচ ক্রিস সিলভারউড। তার বদলি হিসেবে কে দায়িত্ব নিবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এর মধ্যেই শোনা যাচ্ছে ইংল্যান্ডের দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিকি পন্টিং এবং মাহেলা জয়াবর্ধনে।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন মাহেলা জয়াবর্ধনে। আর দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে আছেন রিকি পন্টিং। তারা দুইজনই ইংলিশ জাতীয় দলের দায়িত্ব নিতে নারাজ।

অ্যাশেজ ব্যর্থতার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন রব কি। দায়িত্ব নিয়েই সাদা এবং লাল বলের জন্য ভিন্ন দুইজন হেড কোচ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এই পরিকল্পনার অংশ হিসেবেই ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব পন্টিং অথবা জয়াবর্ধনেকে দিতে চেয়েছিলেন তিনি। তবে দু’জনই এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়া দলের হেড কোচ হওয়ার গুঞ্জন শোনা গেলেও সেই দায়িত্ব নিতে চাননি রিকি পন্টিং। এই বিষয়ে পন্টিং জানিয়েছিলেন, পরিবারকে সময় দিতে আইপিএলেই কাজ করতে চান।

পন্টিং বলেন, “লোকে যে মনে করে আমার এমন বড় দায়িত্ব পালন করার সামর্থ্য আছে, এটা অবশ্যই ভালো ব্যাপার। তবে কোচিংয়ের প্রস্তাবে হ্যাঁ বা না বলাটাই সব নয়, আরও অনেক ব্যাপার আছে। অবশ্যই অস্ট্রেলিয়া দলকে কোচিং করাতে পারলে ভালো লাগবে। তবে আমার সন্তানেরা এখনো ছোট, বছরে ৩০০ দিনই তাই কাজের পেছনে ব্যয় করতে পারব না। এ কারণেই আইপিএল খুব ভালোভাবে কাজে দেয় আমার।”

অপরদিকে এর আগে ভারতীয় জাতীয় দলের হেড কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। আইপিএলে মুম্বাই ছাড়াও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথেও জড়িত আছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

লাল বলের হেড কোচ হওয়ার দৌড়ে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন আছেন বলে জানিয়েছে ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম। যদিও সাম্প্রতিক সময়ে তিন বছরের চুক্তিতে কাউন্টি দল ইয়র্কশায়ারের দায়িত্ব নিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

জয়াবর্ধনে-পন্টিং ছাড়াও সাবেক ইংলিশ ওপেনার নিক নাইটকেও ভাবছে ইসিবি। এর আগে রব কি এবং নাইটের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

সারা বছর ‘সমালোচিত’ জো রুট উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

সারা বছর ‘সমালোচিত’ জো রুট উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

ছয় মাস পর ফিরে শূন্য রানে আউট, চুরি হলো গাড়িও

ছয় মাস পর ফিরে শূন্য রানে আউট, চুরি হলো গাড়িও