আইসোলেশনে মোস্তাফিজদের হেড কোচ পন্টিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২২
আইসোলেশনে মোস্তাফিজদের হেড কোচ পন্টিং

দিল্লি ক্যাপিটালসের শিবিরে হানা দিয়েছে করোনা। মিচেল মার্শ আর টিম সেইফার্টের পর দল থেকে ছিটকে গেছেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং। তিনি করোনা আক্রান্ত হননি, তার পরিবারের একজন কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

টুর্নামেন্ট শুরুর পর থেকেই করোনায় টালমাটাল হয়েছে দিল্লি ক্যাপিটালসের ডেরা। চার সাপোর্ট স্টাফসহ দুইজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এই কারণে বদল হয়েছিল ম্যাচের ভেন্যুও।

এবার পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে থাকতে হচ্ছে রিকি পন্টিংকেও। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।

তারা এক বিবৃতিতে জানায়, “দলের স্বার্থে টিম ম্যানেজম্যান্ট এবং মেডিকেল টিম তাকে পাঁচদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

আইসোলেশনে থাকাকালীন করোনা পজিটিভ না হলে ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দিল্লির ডাগআউটে থাকবেন পন্টিং। তবে এর আগে শুক্রবার (২২ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে থাকবেন তিনি।

আইপিএলের ১৫তম আসরে ৬ ম্যাচ খেলে সমান তিনটি করে জয়-পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে আছে দিল্লি ক্যাপিটালস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :