ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলতি মৌসুমে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেটের ক্লাবের হয়ে প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। এর সুবাদে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মৌসুমের সপ্তম অর্ধশতক তুলে নেন বিজয়। ব্যক্তিগত ৭৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই ম্যাচে ব্যক্তিগত ১০ রান করে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।
এর আগে ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বের হয়ে ১৬ ম্যাচে ৬২ দশমিক ৬১ গড়ে করেছিলেন ৮১৪ রান। ওই আসরে তিন সেঞ্চুরি এবং পাঁচ অর্ধশতকে ৮০৭ রান করেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম শেখ। ডিপিএলের এক আসরে ৮০০ এর বেশি রানের রেকর্ড ছিল ওই দুইটিই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়।
২০২১-২২ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে ১২ ম্যাচে ৭৩ দশমিক ১৭ গড়ে ৮৭৮ রান করেছেন বিজয়। ডিপিএলের এবারের আসরে বিজয়ের ব্যাট থেকে এসেছে ৭ হাফ সেঞ্চুরি এবং দুই সেঞ্চুরি। এই আসরে নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ১৮৪ করেছেন তিনি।
ডিপিএলের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭৮ দশমিক ২০ গড়ে ৭৮২ রান। আর ১২ রান করলেই ৮’শ রানের মাইলফলক স্পর্শ করবেন তিনিও।
ডিপিএলের এবারে আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন এনামুল হক বিজয়। এই তিন ম্যাচে তার ব্যাট থেকে ১২২ রান এলে প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে এক হাজার রানের কীর্তি গড়বেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর