এশিয়া কাপ: সিদ্ধান্ত জানাতে শ্রীলঙ্কাকে সময় বেধে দিলো এসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২০ এপ্রিল ২০২২
এশিয়া কাপ: সিদ্ধান্ত জানাতে শ্রীলঙ্কাকে সময় বেধে দিলো এসিসি

তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশের এই রকম অর্থনৈতিক সমস্যায় এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না সেই বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছে এসিসি। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। আর এবারের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম ঘোষণা করে এসিসি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।  তবে দেশটিতে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েনে ও বিভিন্ন সমস্যার কারণে তারা  এ টুর্নামেন্ট  আয়োজন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে এসিসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “শ্রীলংকা আদৌ এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না, এখনই তা বলা কঠিন। জানি এই টুর্নামেন্ট  আয়োজনে শ্রীলঙ্কা বেশ আগ্রহী। এখনও অনেক সময় আছে। নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে, আদৌ তারা টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে কি-না।’

বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না, এজন্য এসএলসিকে এসিসি পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে । ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে শ্রীলঙ্কা আদৌ এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না। 

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের  পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা।

সাধারণ মানুষ রাস্তায় নেমে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। রাস্তায় নামতে বাধ্য হয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, বিশ্বকাপ জয়ী দলের সদস্য সনাৎ জয়সুরিয়াও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে : জয় শাহ

আইপিএলের পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে : জয় শাহ

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব